সময়ের দাম বুঝতে শিখছি


alarm-clock-2175382_1920.jpg

Source

হ্যালো বন্ধুরা, আজকের দিনটা শুরু হয়েছে একটা নতুন উপলব্ধি দিয়ে, যা হলো সময়ের মূল্য।আগে আমি ভাবতাম সময় আছে অনেক, কিন্তু এখন বুঝি প্রতিটা মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ। একটা কাজ এক ঘণ্টা আগে করলে যা ফল, সেটা এক ঘণ্টা পরে করলে হয়তো আর থাকেই না। মায়ের অসুস্থতা, ভার্সিটির প্রেজেন্টেশন, সংসারেরর দায়িত্ব। সব কিছু মিলিয়ে বুঝতে পারছি, একটা সেকেন্ডও নষ্ট করার সময় নেই।

সময় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আসলে কোটি টাকা দিয়েও এক সেকেন্ড সময় কিনতে পাওয়া সম্ভব নয় বরঞ্চ আমরা সবসময় এমন একটি পৃথিবীতে বসবাস করছি যেখানে প্রতিনিয়তই আমরা সময় অপচয় করছি কিন্তু সময়েরর মাঝেই ভালো কাজ গুলো করার চেস্টা আমরা অনেক কম করি।

আসলে সময় আমাদের হাতে সোনার হরিনের মতো। একবার হারালে আর ফিরে পাওয়া যায় না।এখন থেকে নিজেকে সময়মতো ঘুমাতে শেখাচ্ছি, সময়মতো খেতে, কাজ করতে, এমনকি সময়মতো চিন্তাও করতে। সবার জন্য দোয়া করি, যেন আমরা সময়কে গুরুত্ব দিতে শিখিএবং জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে পারি। কারণ সময়ই জীবনের আসল সম্পদ। আপনারা কি মনে করেন তা মন্তব্য জানাবেন। ধন্যবাদ।

ABB.gif