ছোট ছোট জিনিসে আনন্দ খোঁজার চেষ্টা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা অনেকেই ভাবি, বড় কিছু না পেলে খুশি হওয়া যায় না। অনেক বড় অর্জন, অনেক বড় স্বপ্ন, অনেক বড় সাফল্য এসব না হলে যেন আনন্দ খোঁজারই জায়গা নেই। কিন্তু আসলে কি তাই? আমি মনে করি, জীবনের সবচেয়ে শান্তি আর তৃপ্তির জায়গাগুলো লুকিয়ে থাকে একদম ছোট ছোট জিনিসে।
ভোরবেলার একটা ঠান্ডা বাতাস, কাক ডাকার শব্দ, সকালের চা খাওয়ার সময়টুকু, মেঘলা দিনে জানালার পাশে বসে একটু বই পড়া, বা প্রিয় গানের কিছু লাইন শুনে হঠাৎ মন ভালো হয়ে যাওয়া এসব জিনিস আসলে অনেক বড় আনন্দের উৎস হতে পারে, যদি মন থেকে আমরা খুঁজতে জানি।
আমরা হয়তো এত বেশি ব্যস্ত থাকি, এত কিছু নিয়ে ভাবি, যে এসব ছোট ছোট মুহূর্ত আমাদের চোখেই পড়ে না। অথচ ঠিক এই মুহূর্তগুলোই আমাদের জীবনটাকে একটু একটু করে সুন্দর করে তোলে। ছোট একটা মেসেজ, প্রিয় কারো হঠাৎ খোঁজ নেওয়া, হালকা বৃষ্টিতে ভিজে হাঁটা, বিকেলের রোদে ছাদে বসে থাকাও কিন্তু অনেক সময় মন ভালো করে দেয়।
আমি নিজে চেষ্টা করি, দিনে অন্তত একবার হলেও এমন কিছু করি বা খুঁজি যেটা আমার মনটাকে শান্ত করে। সেটা হতে পারে হালকা গান শোনা, কিংবা নিজের পছন্দের খাবার খাওয়া, বা শুধু চোখ বন্ধ করে একটু নিশ্বাস নেওয়া।
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted 2 days ago
$0.00
Reveal Comment
