চুপ থাকাও একটি প্রার্থনা
আমাদের ইসলাম ধর্মে বলা রয়েছে যদি খুব প্রয়োজন না হয় তাহলে যেন আমরা সব সময় চুপ থাকি এবং বেশি শুনে অল্প উত্তর দেই। এর মাধ্যমে এটা প্রমাণিত হয় চুপ থাকাও এবং একটি ইবাদত এবং এই বিষয়টা আমাদের ইসলাম ধর্ম সহ আরো অনেক ধর্মের স্পষ্টভাবে বলা হয়েছে। বর্তমানে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা নিজের অনেক কিছু নেই, কিন্তু অনেক বাড়িয়ে কথা বলে। আবার দেখা যায় ঝগড়া বিবাদে অনেক ধরনের কথাবার্তা গালিগালাজ শুনতে পাওয়া যায়। এগুলো আসলে ঠিক নয়।
আমার এই ছোট্ট জীবনে অল্প অনুধাবন করে যতটুকু শিখেছি সেটা হচ্ছে বেশিরভাগ ঝগড়াঝাঁটি কিংবা ভুল বোঝাবুঝি বেশি কথা বলার কারণেই হয়। না বুঝে কিছু কথা বলার পরে সেই কথার ছেড়ে ঝগড়াঝাটি কিংবা মারামারি পর্যন্ত কথা গড়িয়ে যায়। এর জন্য আমাদেরকে সবসময় অধিক সচেতন থাকতে হবে। যেখানে আমার কথা বলা প্রয়োজন সেখানেই শুধুমাত্র সঠিক কথা বলতে হবে এবং অন্যদিকে যেখানে কথা বলা প্রয়োজন নেই সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসতে হবে। বেশি কথা বললে মানুষ বাচাল বলে এবং যারা অল্প কথা বলে তাদেরকে মানুষ জ্ঞানী বলে।
আমরা যদি নিজেদেরকে চিনে থাকি, আমরা যদি নিজেকে ভালোভাবে জেনে থাকি, যে আমি মানুষটা কেমন? আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? তাহলেই এটাই যথেষ্ট বলে আমি মনে করি। কাউকে কোন ধরনের এক্সপ্লেনেশন দেওয়ার কোন প্রয়োজন নেই যদি না নিজের সে কাছের মানুষ হয়। তবে চুপ থাকা মানে এই নয় যে আপনার উপর অন্যায় হচ্ছে আপনি চুপচাপ সবকিছু সহ্য করছেন। বিষয়টা যাতে এমনটা না হয় এটাও লক্ষ্য রাখতে হবে। যাই হোক আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

