সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কিন্তু স্মৃতি নয়
আমরা সকলেই বর্তমানে বসবাস করি তবে কিছু কিছু মানুষ অতীতের স্মৃতি ভুলতে পারেনা। অতীতে কাটানো সেসব মুহূর্ত অতীতে ফেলে আসা দিনগুলোর কথাগুলো মনে পড়ে আমরা অনেকেই বর্তমান সময়ে নষ্ট করি। ঠিক যেমন আমিন আমার বিশেষ কিছু স্বপ্ন ছিল বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল যে সবকিছুই আমি বলিদান দিয়েছি কিন্তু তারপরও যখন এসব কিছুর বিষয়গুলো প্রধান্য পায় না কারো কাছে। তখন সেটা আসলেই অনেকটা খারাপ লাগে এবং যার জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়।
তবে এটা আমি বলতে চাই আমি বদলে গেছি, যে মানুষটার সাথে সারাজীবন কাটানোর স্বপ্ন নিয়ে ছিলাম সেই স্বপ্নগুলো যে বিসর্জন দিয়েছি। হ্যাঁ আমি বদলে গিয়েছি এবং সেসব স্মৃতিগুলো ভোলার অনেক চেষ্টা করছি যেসব স্মৃতিগুলোকে নিয়ে আমি সেসব স্বপ্ন দেখেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে সবকিছু এখন শুধুমাত্র স্মৃতির পাতায় জড়িত রয়েছে। আমি বদলে গেছি কিন্তু সে সকল অতীতে স্মৃতিগুলো এখনো পুরোপুরি ভাবে বলতে পারেনি, অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে।
জীবনের এই মরীচিকায় আমার নিজের অস্তিত্ব কোথায় সেটাই মাঝেমধ্যে ভুলে যাই। আমার জীবনের অধিকাংশ অংশই ছিল আমার পরিবার কিন্তু সে পরিবারও আমাকে অনেক ভুল বুঝছে। তবে আমি তেমন কোনো প্রতিক্রিয়া দেখাই না কিংবা দেখাইনি। কারণ আমি ব্যক্তিগতভাবেই আমি আমার পরিবারকে অনেকটা বেশি ভালোবাসি আমার স্মৃতিতে এত কিছু রয়েছে আমার পরিবারের কেউ জানে না এবং আমার মনের মধ্যেও এত কষ্ট রয়েছে সেটাও হয়তো তারা কখনোই অনুধাবন করতে পারবে না।

