প্রকৃত বন্ধুত্ব কেমন হওয়া উচিত?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা আমাদের জীবনে যে ব্যাপারটি সবচেয়ে বেশি কম পাই, অর্থাৎ যে ব্যাপারটিতে আমরা প্রায় সবাই ঠকে যাই, সেটা হলো প্রকৃত বন্ধু। আমরা জীবনের অনেক কিছু পেয়ে যাই সাফল্য, অর্থ, খ্যাতি। কিন্তু প্রকৃত বন্ধু যেন কিছুতেই খুঁজে পাই না। আর যদি কেউ প্রকৃত বন্ধু পেয়েও যায়, তবুও নিশ্চিত হতে পারে না সে যে প্রকৃতই বন্ধু।

এর অন্যতম কারণ হলো, আমরা জীবনে এত বেশি খারাপ বন্ধু বেছে নিই, আমাদের চারপাশে এত বেশি মিথ্যা আর ভান করা মানুষ থাকে যে, প্রকৃত বন্ধুর সংজ্ঞাটাই আমরা ভুলে যাই।

বিষয়টা অনেকটা এমন: ধরুন, একজন মানুষ চোখে দেখতেই পায় না। তার সামনে যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর বস্তুটি রেখেও দেওয়া হয়, তবুও সে তা চিনতে পারবে না। ঠিক তেমনি, আমরা যদি প্রকৃত বন্ধুত্ব কেমন হওয়া উচিত সেটা না জানি, তাহলে হয়ত প্রকৃত বন্ধুকে সামনে পেয়েও তাকে চিনতে পারব না, আবার ভুল মানুষকে প্রকৃত বন্ধু ভেবে বসব।

আমাদের প্রজন্মে আমি একটি ব্যাপার বেশি লক্ষ্য করেছি আমরা যেসব বন্ধুরা খারাপ কাজে সঙ্গ দেয়, তাদেরকেই প্রকৃত বন্ধু ভেবে নিই। অথচ এটা একেবারেই ভুল। প্রকৃত বন্ধু কখনো আমাদের অন্যায়কে সমর্থন করবে না। যেমন আমাদের মা-বাবা আমাদের অনেক ভালোবাসেন, কিন্তু তারা আমাদের অন্যায়কে কখনোই সমর্থন করেন না।

ঠিক একইভাবে, প্রকৃত বন্ধুও আমাদের ভুল কাজকে কখনোই সমর্থন করবে না। সে যদি দেখে আমরা ভুল পথে যাচ্ছি, তখনই সে বাধা দেবে। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যেন আমরা সেই ভুল রাস্তা থেকে ফিরে আসতে পারি।

আর যেসব বন্ধু আমাদের অন্যায় থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তারাই হলো প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধুত্ব এমনই হওয়া উচিত যে বন্ধুত্ব ভালোবাসা, দায়িত্ববোধ আর সত্যিকার উদ্বেগ দিয়ে গড়ে ওঠে।

ABB.gif