কবিতার নাম-"স্বপ্নের অতীত"
আমি স্বপ্নেও ভাবিনি যা,
আমার জীবনে বাস্তবে ঘটে গেল তা।
মনের ভেতর বয়ে গেল ঝড়-
উড়ে গেল খড়কুটো যত,
নিজের অজান্তে প্রবেশ করল প্রাণে-
এমন এক আলো, যা অপ্রত্যাশিত।
জায়গা করে নিল সে, মনেরগহীনে,
এখন কেবলই দেখি তারে স্বপ্নে, জাগরণে।
কালও সে ছিল আমার অধরা পর-
অাজ হয়েছে আপন তাই পুলকিত প্রাণ,
জানিনা কি নামে ডাকি তারে, তবু
সে অালোর নাম দিয়েছি "জান"।
আমি জানি,সে তো পরশমণি,
তার ছো্ঁয়ায় ভগ্নহৃদয়ে মৃতপ্রেম উঠল জাগি,
তাকে ভালবেসে মনের অাকাশে
রংধনুর সাত রঙ্গে নতুন ছবি অাঁকি।
ভেবেছিলাম অামি গুণহীন,নিষ্প্রাণ,
অতি সাধারণ এক,তার প্রেমের অযোগ্য,
আজ মনে হয়, তা নয়, তা নয়, জীবন মধুময়
সে ভালবাসে অামায়, অামি প্রাণের অারাধ্য।
তার অাগমনে অামার কি যে অনুভূতি
তা অব্যক্ত'ই থাক,
তাকে অাপন মেনে, ভগ্নহৃদয়ের ঔষধ জেনে-
দিয়ে দিলাম সুখ-দুঃখের ভাগ।
excellent
nice post
nice post brother...
I'm always with u
Congratulations @ahmedjubayer! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPnice
Nice post
আমি স্বপ্নেও ভাবিনি যা,
আমার জীবনে বাস্তবে ঘটে গেল তা
hmm
attractive, must say.
thanks for post
GOOD POST