ধাক্কা মেরে আ.লীগকে পরাজয় করা সম্ভব নয়: কাদের

in #bangladesh8 years ago

বিএনপির আন্দোলনের হুমকির জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়।

তিনি বলেন, “ফখরুল সাহেব, আওয়ামী লীগ বিএনপি নয়। জনতার মঞ্চের ধাক্কায় আপনাদের পতন হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। ধাক্কা দিলে এই বটবৃক্ষের পতন হবে না।”

ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।IMG_20171128_161031.jpg

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “ফখরুল সাহেব রঙিন স্বপ্ন দেখছেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-অর্জনে গণঅভ্যুত্থান তো এখন জাদুঘরে। গণঅভ্যুথানের স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। এই দুঃস্বপ্ন দেখে কোনও লাভ নেই। দেশে উন্নয়নের জোয়ার চলছে, তাতে আগামীতে আপনাদের ডাকে জনগণ সাড়া দেবে না।”

বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হলেও তাদের ব্যাপক জনসমর্থনের বিষয়টি মাথায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জেতার আগেই জিতে গেছি- এই মন মানসিকতার পুনরাবৃত্তি যেন আগামী নির্বাচনে না হয়। এখন থেকে ভোটের জন্য মানুষের ঘরে ঘরে যেতে হবে। ভোট চাইতে হবে।”

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনও তুলনা চলে না মন্তব্য করে কাদের বলেন, “বিশ্বের ১৭৩ দেশের মধ্যে সাহসী নেতৃত্বে শেখ হাসিনা তৃতীয়, অন্যদিকে খালেদা জিয়া দুর্নীতিতে তৃতীয়। এই হচ্ছে পার্থক্য।” কানাডার আদালতের দুটি রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ।🔚🔚😯

Sort:  

political post create you...

this is very strong comments from goverment side
next year election in bangladesh so its very difficult to say what happen in election

dhakka diya kono kisui jita jaina...

It is political