দুই ভাইবোন মিলে কাটানো সুন্দর একটি অক্টোবরের বিকেল।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ৯ নভেম্বর,বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।ক্রিটিভিটির পাশাপাশি বিভিন্ন ধরনের পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। কিছুদিন আগেও নিয়ম করে আপনাদের সাথে পোস্ট শেয়ার করতাম। আসলে এখন এতটাই ব্যস্ত থাকে যে পোস্ট করার সময় হয়ে ওঠে না।আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করতে এসেছি।
বেশ কিছুদিন আগে দুই ভাইবোন মিলে ঘোরাঘুরি করেছিলাম। সেই মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করব।

আমার ভাই কোথাও যেতে চাই না। আমি কোথাও নিয়ে গেলে যাবে না হলে সে কোথাও যায় না। সেদিন ছিল ভাই ফোঁটা। আমিও মেসে থাকি ভাই হোস্টেলে থাকে কোনভাবেই তো ভাইফোঁটা দেওয়া হয়ে উঠছিল না। সেদিন শুক্রবার থাকায় সেদিন আর ক্লাস ছিল না। ক্লাস না থাকার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম ভাইকে নিয়ে একটু ঘুরতে যাব। যেমন ভাবনা তেমন কাজ। বিকেল বেলা ভাইকে ডেকে নিলাম আমার মেসের নিচে।তারপর আমিও রেডি হয়ে বের হয়ে পড়লাম।

প্রতিদিন ক্লাস থাকার কারণে কোথাও ঘুরতে যাওয়া হয়।কুষ্টিয়াতে কত কিছু নতুন নতুন হচ্ছে কিন্তু কোনভাবে দেখতে যাওয়ার সুযোগ পাচ্ছি না।তাই সেদিন বেরিয়ে পড়েছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে।আমরা প্রথমে একটা রিকশা নিয়ে চলে গিয়েছিলাম কুষ্টিয়ার খুবই জনপ্রিয় একটি জায়গা হরিপুর ব্রিজে।কুষ্টিয়ার সবাই এই জায়গাটিকে চেনে।জায়গাটি ভীষণ জনপ্রিয়।বিকেলবেলা এবং রাতের বেলায় জায়গাটি দেখতে ভীষণ সুন্দর লাগে।

আমরা সেখানে যেয়ে দেখা পেলাম খুবই সুন্দর পড়ন্ত বিকেলের। বিকেল বেলায় এখানকার দৃশ্যটা মনে ধরে যাওয়ার মত।সূর্যটা যখন আস্তে আস্তে অস্ত্রে যেতে শুরু করে দেখতে তখন ভারী সুন্দর লাগে। সেখানে আমরা বেশ কিছু সময় কাটিয়েছিলাম। চারিপাশের সুন্দর আবহাওয়া সঙ্গে অক্টোবর মাসের সুন্দর কিছু ঋতু পরিবর্তনের মুহূর্ত বেশ ভালই লাগছে না।

সেখানে উপস্থিত ছিল বিভিন্ন ধরনের মানুষ। প্রথমে ভেবেছিলাম নৌকা ভ্রমণে যাব। তারপর অনেক কিছু ভেবে আর গেলাম না। তারপর ভাইকে বলল আমাকে মুড়ি খাওয়া। সে আমার জন্য মুড়ি অর্ডার করলো।দুজন মিলে বসে সেখানে খাওয়া দাওয়া করলাম। বেশ ভালো একটি মুহূর্ত কাটলো।

আমি তো ফটোগ্রাফি করতে পছন্দ। তাই সেখানকার বেশ কিছু দৃশ্য ক্যামেরাতে ধারণ করলাম।নদীতে নৌকা চলছিল যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে না। আসলে এরকম পড়ন্ত বিকেলে এখানকার আবহাওয়াটাই ভীষণ ভালো লাগে। বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম। তারপর আস্তে আস্তে সন্ধ্যা নাম ছিলো।

সন্ধ্যা লাগার পূর্ব মুহূর্তে আবার সেখান থেকে অনেকে জায়গায় যাওয়ার। সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই সেখান থেকে দুজন মিলে চলে আসলাম। তারপর আমরা কি কি করলাম এবং কোথায় গেলাম সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার। আজ এই পর্যন্ত।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14








