আমার তোলা ফুল আলোকচিত্র 📸 🌹

in Beauty of Creativitylast month

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

ফুলের আলোকচিত্র

IMG20251123085130.jpg

IMG20251123085113.jpg

এই ছবিতে দেখা ফুলটি একটি সাদা রঙের সুন্দর বুনো প্রজাতির ফুল, যার মাঝখানে গভীর লাল বা গাঢ় লালচে রঙের দাগ রয়েছে এবং ঠিক কেন্দ্রভাগে কমলা-লাল রঙের পরাগচক্র ফুটে আছে। ফুলটির সাদা পাপড়িগুলো মসৃণ এবং কোমল, যা আলোতে হালকা ঝলমল করে উঠে, আর মাঝের লাল দাগটি যেন পুরো সৌন্দর্যকে আরও চোখে পড়ার মতো করে তোলে। সাধারণত এ ধরনের ফুল ঝোপঝাড়, ফসলি জমি কিংবা রাস্তার পাশে জন্মায় এবং প্রকৃতির এক অনন্য সৌন্দর্য ছড়িয়ে দেয়। এর পাতাগুলো সবুজ ও কিছুটা খসখসে, আর ডাঁটি তুলনামূলকভাবে নরম ও সরু। ছোট হলেও এ ফুলটি প্রকৃতির নিসর্গে একটি শান্ত, স্নিগ্ধ ও মনোমুগ্ধকর সৌন্দর্যের ছোঁয়া এনে দেয়, যা যে কারও দৃষ্টি সহজেই আকর্ষণ করে।

IMG20251123085108.jpg

IMG20251123085137.jpg

IMG20251123085043.jpg

লোকেশন
Device :- realme C55

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বাহ কি চমৎকার ফুলের ফটোগ্রাফি করে, সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই,সে জন্য ধন্যবাদ জানাই আপনকে.?