মৌমাছি আর্ট পদ্ধতি ❤️

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20241215_192402.jpg

মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই।ঐফুল ফোঁটে বনে যাই মধু আহরনে দাঁড়ানোর সময় তো তাই।এই ঝড়াটি বার বার পড়তাম। মনে পড়ে গেলো ছাড়া টি।

মৌমাছি হল সামাজিক মৌমাছিদের একটি ছোট দল যা মধু তৈরি করে। সব মৌমাছি একসাথে বাসায় বাস করে। মৌমাছির দুটি লিঙ্গ রয়েছে, পুরুষ ও মহিলা।রাণী মৌমাছির কাজ ডিম পড়ে সন্তান জন্ম দেয়া।কর্মী মৌমাছির কাজ ফুলে ফুলে গিয়ে মধু সংগ্রহ করা।মৌমাছি গাছের ডালে বাসা তৈরি করে এবং মধু সংগ্রহ করে তা জমিয়ে জমিয়ে মৌ চাক বানিয়ে রাখে।মৌচাক ভর্তি মধু থাকে এবং নিদিষ্ট এক সময় আমরা মধু সংগ্রহ করে থাকি মৌচাক থেকে।
আজকে আমি মৌমাছির ছোট্ট একটা আর্ট করেছি। এরকম ছোট ছোট আর্ট গুলো করতে খুব ভালো লাগে আমার।আজকে আমি তাই চমৎকার সুন্দর করে মৌমাছি আর্ট করেছি এবং আর্ট পদ্ধতি আপনাদের সাথে এখন ভাগ করে নেবো।
তো চলুন দেখা যাক মৌমাছি আর্ট পদ্ধতি কেমন।

প্রয়োজনীয় উপকরণ

সাদা খাতা
পেন্সিল
জল রং
রাবার

PhotoCollage_1734263343572.jpg

দ্বিতীয় ধাপ

প্রথমে পেন্সিল দিয়ে মৌমাছির মাথা গোল করে আর্ট করে নিয়েছি। চোখ ও ঠোঁট আর্ট করেছি।

PhotoCollage_1734263525498.jpg

তৃতীয় ধাপ

এখন মৌমাছির হুল আর্ট করেছি।

IMG_20241215_175413.jpg

চতুর্থ ধাপ

এখন মৌমাছির বডিও দুটো ডানা আর্ট করেছি।

IMG20241215185748.jpg

পঞ্চম ধাপ

এখন মৌমাছির বডিতে দাগ কেটে দিয়েছি।

PhotoCollage_1734267939415.jpg

ষষ্ঠ ধাপ

এখন মৌমাছির বড়ি হলুদ কালার করে নিয়েছি।

PhotoCollage_1734268244667.jpg

সপ্তম ধাপ

এখন মৌমাছির বডির ডোরাকাটা গুলো ব্রাউন কালার করে নিয়েছি।

PhotoCollage_1734268374609.jpg

অষ্টম ধাপ

মৌমাছির ডানা দুটো নীল কালার করে নিয়েছি।

PhotoCollage_1734268676116.jpg

নবম ধাপ

এখন পুরা মৌমাছি কালার করার মাধ্যমে পুরা মৌমাছি আর্ট কম্পিলিট হয়ে গেছে।

IMG_20241215_191956.jpg

ফাইনাল লুক

IMG_20241215_191956.jpg

IMG_20241215_192402.jpg

IMG_20241215_192402.jpg
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর মৌমাছির আর্ট পদ্ধতি। আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20241212_230908.png

IMG_20241212_230842.jpg

Sort:  
 last year 

PhotoCollage_1734270260334.jpg

 last year 

ছোটবেলায় এত পছন্দের একটি ছড়া ছিল এটি যে খেলতে খেলতেও এই ছড়াটি পড়তাম। যাইহোক আপনার আর্টটি কিন্তু বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মৌমাছি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

একদমই ঠিক বলেছেন খেলার মাঝে এই ছড়া বলতে বেশ ভালো লাগতো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার মৌমাছির আর্ট পোস্ট দেখে মনে পড়ে গেল ছোট্টবেলার সেই কবিতা। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি একবার দাঁড়াও না ভাই। ছোট্টবেলার অনেক সুন্দর সুন্দর কবিতা যেগুলো খুবই মিস করি। অনেক সুন্দর করে মৌমাছির আর্ট করেছেন দেখতে দারুণ লাগছে । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ছড়াটা পড়তে পড়তে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। নেচে নেচে দুলে দুলে পড়তাম। খুব সহজ পদ্ধতিতে তুমি মৌমাছিটি এঁকেছ৷ ভালোই হয়েছে।

ছবির থেকেও বেশি ছড়ার লাইনগুলো অনেক নস্টালজিক করে তুলল।

 last year 

ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বেশ চমৎকার ভাবে আপনি মৌমাছির আর্ট করে দেখিয়েছেন। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর দক্ষতা সম্পন্ন একটি আর্ট করতে দেখে।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

খুব সুন্দর মৌমাছি আর্ট করেছেন‌। আসলে এই ধরনের আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে মৌমাছি আর্ট করেছেন। আপনার আর্ট খুবই নিখুঁত হয়েছে। এতো চমৎকার আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আজকে আপনি অনেক সুন্দর করে মৌমাছি আর্ট পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা মৌমাছি দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে আপনি মৌমাছি আর্ট করেছেন দেখে মনে হচ্ছে মৌমাছিটা উড়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 last year 

মৌমাছি 🐝 আর্ট অনেক সুন্দর হয়েছে আপু।প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।এত সুন্দর মৌমাছি 🐝 আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

বাহ কত সুন্দর চিত্রকর্ম প্রকাশ করেছেন। এই চিত্রটি দেয়ালে লাগালে খুবই সুন্দর দেখা যাবে। আমার বাংলা ব্লগের মাধ্যমে কত সুন্দর সৃজনশীল কর্ম আমরা দেখতে পাচ্ছি। আর আপনারাও শেয়ার করার সুযোগ পাচ্ছেন। ধন্যবাদ।