আমার নতুন ব্লেন্ডার কেনার অভিজ্ঞতা।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন
সময় বদলে যাচ্ছে, আর সেই সাথে বদলে যাচ্ছে মানুষের জীবনযাপন আর কাজকর্মের ধরন। আগে যেসব কাজ মানুষ হাতের পরিশ্রমে করতো, এখন তার বেশিরভাগই করছে মেশিন। প্রযুক্তির উন্নতি আমাদের জীবনকে আগের যেকোনো সময়ের তুলনায় অনেক সহজ করে দিয়েছে। দৈনন্দিন কাজের ঝামেলা কমে এসেছে, সময় বাঁচছে, আর পরিশ্রমও অনেক কম করতে হচ্ছে।
এই আধুনিকতার সুফল আমরা সবচেয়ে বেশি পাই ঘরের ভেতরের ছোট-বড় কাজে। রান্নাঘরের কাজে এখন ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদির প্রয়োজনীয়তা অনেক বেশি। ঠিক সেই প্রয়োজন থেকেই গত বৃহস্পতিবার আমি আমাদের বাসার জন্য একটি নতুন ব্লেন্ডার কেনার সিদ্ধান্ত নিলাম।
অফিস থেকে বের হয়ে সোজা চলে গেলাম নারায়ণগঞ্জ শহরের কালিবাজার এলাকায়। সেখানে আমাদের বহুদিনের পরিচিত একটি দোকান আছে। তবে দোকানে যাওয়ার আগে আমি বিভিন্ন ব্র্যান্ডের ব্লেন্ডারের দাম সম্পর্কে রিসার্চ করেছি- Walton, LG, Vision, Singer, Panasonic এসব ব্র্যান্ডের মডেলগুলোর দাম ও সুবিধা-অসুবিধা দেখে নিলাম। আমার বাজেট ছিল সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে।
কিন্তু বাজেটের মধ্যে ভালোমানের, শক্তিশালী এবং টেকসই ব্লেন্ডার পছন্দ করা বেশ কঠিন হয়ে গেল। যেসব ব্র্যান্ড দেখলাম, সেগুলোর ধরন বা ফিচার আমার মন মতো লাগছিল না। তাই ঠিক করলাম যে বাজেটের অতিরিক্ত খরচ না করে মোটামুটি ভালো মানের একটি নিয় যায়।
শেষ পর্যন্ত আমি চলে গেলাম একটি পাইকারি দোকানে, যেখানে অনেক ধরনের ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার, সিরামিকস এবং নানা ধরনের ইলেকট্রনিক পণ্য পাওয়া যায়। দোকানে ঢুকতেই তারা আমাকে প্রথম দেখালো Kiam এবং Miyako. দুটোই ভারতের পণ্য, প্যাকেটে স্পষ্ট লেখা Made in India. আরও দেখালো Sahara, Toshiba এবং অন্যান্য কিছু ব্র্যান্ড।
বিভিন্ন মডেল দেখে, তুলনা করে, বাটির মান পরীক্ষা করে, মোটরের ওয়াট দেখে শেষ পর্যন্ত Miyako ব্র্যান্ডের একটি 1100 ওয়াট ব্লেন্ডার আমার নজর কাড়ে। শুরুতে দোকানদার দাম বলেছিল ৭২০০ টাকা। কিন্তু দরদাম করতে করতে শেষ পর্যন্ত ৫২০০ টাকায় সেটি নিয়ে আসতে সক্ষম হলাম। আমার বাজেটের সাথে পুরোপুরি মানিয়ে গেল এবং একইসাথে মান নিয়েও কম্প্রোমাইজ করতে হলো না
ব্লেন্ডারের যে জিনিসটি আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো সবগুলো বাটি স্টিলের, বডি মজবুত মোটর ক্ষমতা ১১০০ ওয়াট, দেখতে আকর্ষণীয়,হাতে নিলে ওজন ও ফিনিশিং ভালো এবং সবচেয়ে বড় কথা, দামের তুলনায় বেশ মানসম্মত।
বাড়িতে নিয়ে এসে এতদিন ব্লেন্ডারটি খুলি নাই। আজ সন্ধ্যায় প্রথমবার সেটি ব্যবহার করলাম। সত্যি বলতে, কাজ করার সময় আমার খুব ভালো লেগেছে। ব্লেন্ডারের গতি, শব্দ, কাটিং সবই একদম স্মুথ। মনে হলো ঠিকই সিদ্ধান্ত নিয়েছি বাজেটের মধ্যে থেকে একটি ভালো প্রোডাক্ট বেছে নিয়ে।
বর্তমান সময়ে যখন সবকিছুই আধুনিকতার ছোঁয়ায় পাল্টে যাচ্ছে, তখন ভালো মানের একটি ব্লেন্ডার ঘরের কাজকে আরও সহজ করে তোলে। আর নিজের মতো করে গবেষণা করে, দাম তুলনা করে, বাজেটের মধ্যে ভালো কিছু কিনে ফেলার আনন্দটাই আলাদা। আমার নতুন কেনা এই ১১০০ ওয়াট ব্লেন্ডার সেই আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
Location- Kali Bazer, Narayanganj,Dhaka.
Device- Realme-53 Mobile
Photographer- @joniprins
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server




















