আমার পরিচয় পর্ব।।

in #blog3 years ago (edited)

আমার পরিচয় পর্ব।।
আমার বাংলা ব্লগ কমিউনিটি।Asrafultnt14@আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ



আশাকরি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ও অশেষ দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আমার পরিচয় সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব।
চলুন শুরু করা যাক...

আমার নাম আশরাফুল আলম, আমার ইউজার আইডি @Asraful Alom আমার বাসা কুড়িগ্রাম সদরে। আমার বাবা মারা গেছেন।মা একজন গৃহিনী।আমরা চার ভাই-বোন। আমার বয়স ৩৬ বছর আমি ডিগ্রি কমপ্লিট করে ফেলেছি । পাশাপাশি আমি প্রফেশনালভাবে একটা কোম্পানির সাথে কাজ করছি। আমি দীর্ঘ পাঁচ বছর যাবত এই কোম্পানিটি সাথে কাজ করে আসছি।



আমি বিবাহিত,আমার একটি মেয়ে আছে। আমি অবসর সময় তাকে নিয়ে থাকি।তার পড়াশুনা, স্কুল-কোচিং নিয়ে বাকি সময় বেস্ত থাকতে হয়।
আমি অবসর সময় পেলে ক্রিকেট খেলি ও টিভিতে ক্রিকেট খেলা দেখি। আমার প্রিয় দল বাংলাদেশ। এর পাশাপাশি আমি পাকিস্থান দলকে সাপোর্ট করি।
আমি ভোজন প্রিয় লোক। আমি পেট খালি রাখতে পছন্দ করিনা। ক্ষুধা একদমি সহ্য করতে পারিনা। মায়ের হাতের গরুর গোশত ভুনা আমার খুব প্রিয়।
আমি মিশুক টাইপের একজন লোক। মানুষের সঙ্গে খুব সহজে মিশতে পারি।



প্রত্যেকটি মানুষের চাহিদার পরিমাণ বেশি। তাই আমারও চাহিদার পরিমাণ বেশি হওয়া স্বাভাবিক। তাই আমি অনলাইন জগতে আসি এবং বেশ কিছু মানুষের সাথে পরিচয় হওয়ার পর ইস্টিমেট এর সাথে পরিচিত হই এবং এখানে এটা ভালো প্লাটফর্ম এটি আমি বিশ্বাস করি এবং এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।



আমার বাংলা ব্লগ যখন শুরু করা হয় তখনই আমি এখানে সাবস্ক্রাইব করে কাজ করতে পারিনি হয়তো কিন্তু অংশগ্রহণ করে ছিলাম। আমি এস্টিমেট এর অনেক বিষয় আছে যেগুলো আমি জানতাম না এবং বুঝতাম না আমার সম্পর্কে ধারণা হয়েছে। কিভাবে একটি কোয়ালিটিফুল পোস্ট তৈরি করতে হয় আশা করি আমি শিখে গেছি।



আমার বাংলা ব্লগ একটি অন্যতম ভালো কমিউনিটি এখানে সততার সাথে কাজ করা হয়। মডারেটর এডমিন থেকে শুরু করে সকলে অনেক সহৃদয় এবং অত্যন্ত ভালো মানুষ। এখানে এসে আমি অত্যন্ত ভাল ব্যবহার এবং সকলের সহযোগিতা পেয়েছি আশাকরি ভবিষ্যতে পাবো।

অবশ্যই আমরা সততার সাথে আমার বাংলা কমিউনিটি তে কাজ চালিয়ে যাবো এবং অবশ্যই একদিন না একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং আমি সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি এবং আমি পরবর্তীতে কোন পোস্ট করলে সেই পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন।

সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পরিচয় পর্ব পোস্টটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ

Sort:  
Loading...