ঢাকা নীলক্ষেতে পাওয়া যায় হাজারো বই।। এই নীলক্ষেত কে বইয়ের রাজধানী বলা হয়।। প্রথম পর্ব।।
প্রিয়, পাঠকগণ,আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
সবে মাত্র আমি অনার্সে ভর্তি হয়েছি। কোন বই কেনা হয় নাই। কয়েকদিন হল আমাদের ক্লাস শুরু হয়েছে। বই ছাড়া পড়াগুলো বোঝা যেন কষ্টকর। কয়েকদিন যাবত লাইব্রেরী থেকে বই নিয়ে পড়াশোনা করতেছিলাম। কিন্তু লাইব্রেরীর বই বাসায় নিয়ে সেভাবে পড়া হয় না। তাই ঠিক করি, যত যাই হোক বইগুলো কিনতে হবে। কলেজের আশপাশে লাইব্রেরীতে বইয়ের দাম জিজ্ঞাসা করলাম তখন তারা অনেক বেশি দাম চাইল। যা কল্পনা অতীত। তাই কয়েকজন বন্ধু-বান্ধবের কাছে জিজ্ঞাসা করলাম, কোন জায়গা থেকে সব থেকে ভালো বই নেওয়া যাবে, এবং একটি ন্যায্য দামে বইগুলো পাওয়া যাবে। সবাই বলল নীলক্ষেতের কথা। তাই বই কিনতে সেখানে চলে গেলাম।
সেখানে যাওয়ার পর দেখতে পারি হাজার বইয়ের মেলা। এক একটা বইয়ের দোকান সমৃদ্ধ এক একটা ডিপার্টমেন্টের বই দিয়ে। আমার সাথে যে বন্ধুটি গিয়েছিল সে অর্থনীতি ডিপার্টমেন্টের। প্রথমে আমরা অর্থনীতি ডিপার্টমেন্টের বই কিনতে যাই। সেখান থেকে অর্থনীতির বইগুলো কিনে
এখানে শুধু academic বই না, বিভিন্ন ধরনের গল্পের বই পাওয়া যায়। এজন্য এই নীলক্ষেত কি বইয়ের রাজ্য বলা হয়। এখানে নতুন পুরাতন সব ধরনের বইয়ের সমাহারও আছে। বইপ্রেমিকদের জন্য এই অঞ্চলটি খুবই পরিচিত।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@dreamlife10 |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @dreamlife10,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community