লাল গোলাপের ভালোবাসা আজ মুখরিত ক্যাম্পাস।।

in #blog24 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

আজকের দিনটি ছিল আমাদের বিতর্ক ক্লাবের সাক্ষাৎকার। সাক্ষাৎকার শেষে ভাইরা আমাদেরকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে আমাদেরকে বিতর্ক বিষয়ে , তাদের দিক নির্দেশনাগুলো ছিল আমাদের তরুণদের জন্য অনুপ্রেরণা স্বরূপ। আগে কখনো ডিভাইডিং করা হয়নি সেজন্য জানার অনেক ঘাটতেছিল। আজ ভাইদের সাথে কথা বলার মাধ্যমে অনেক কিছুই শিখতে পেরেছে। আমাদের অনুষ্ঠানের শেষে ভাইরা আমাদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়।

IMG20241127140452.jpg

IMG20241127110453.jpg

ক্যাম্পাসে আর যেন আমাদের বিতর্ক ক্লাবের উদ্যোগে লাল গোলাপে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। সকলের হাতে ছিল লাল গোলাপ।

IMG20241127140502.jpg

গোলাপ ফুল নিয়ে যখন আমি বাহিরে আসি তখন ফুল গুলা দিয়া কিছু ফটোগ্রাফি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।

IMG20241127140807.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@dreamlife10
লোকেশন
ঢাকা,বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

বিশেষ করে লাল গোলাপের চাহিদা আমাদের তরুনদের কাছে অনেক বেশি জনপ্রিয়। লাল গোলাপে যেন মিশে আছে আমাদের সবার ভালোবাসা।

ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি।আগামী দিন আবারো দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।