Japan signs $1.8bn to fund six Bangladesh projects in largest loan deal

in #blog7 years ago

Japan and Bangladesh largest loan deal


54_JICA+ERD+signing+ceremony_13122015_0011.jpg
source


বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকেই জাপান ছিল বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র। শুধু বন্ধু রাষ্ট্র বললেও ভুল হবে, দেশটি শুরু থেকে ছিল বাংলাদেশের উন্নয়নের অংশীদার।

এরি মধ্যে জাপান এবং বাংলাদেশ সরকারের মধ্যে সবচেয়ে বড় লোন প্যাকেজ সাক্ষরিত হয়। বাংলাদেশের ৬ টি গুরুত্বপূর্ণ প্রোজেক্টে এই লোন প্যাকেজ গৃহীত হয় যার আকার ছিল ১.৮ বিলিয়ন ডলার।

এই লোনের আওতায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও যমুনা রেল ব্রীজ তৈরির কাজ অন্যতম। এছাড়াও DHAKA MRT-5 ও DHAKA MRT-6, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং হেলথ সার্ভিসে অর্থায়ন এই লোনের আওতায় করা হবে।


[বি:দ্র:- কোন প্রকার ভুল ত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন। ]


DQmb2XLRnqy5netJri1pMXwqxB22MxujE4XakYcHeVUpQqx.gif

DQmdXKmAvvCeX6pj4etPF5rSuqyWGLcHEuU854KEpfn1N1E.png

Sort:  

You got a 30.48% upvote from @sunrawhale courtesy of @re-blogged!

This service has been created with the help of @yabapmatt so please show your support by voting for him for witness!

You got a 15.76% upvote from @whalepromobot courtesy of @re-blogged!

The force is with you! You got a 20.00% upvote from @steemyoda courtesy of @re-blogged!

You got a 8.09% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!

Great post!
Thanks for tasting the eden!

You Learn More From Failure Than From Success. Don't Let It Stop You. Failure Builds Character.