নতুন কিছু লেখা বা শিখার চেষ্টা................

in #blog2 years ago

প্রিয় সুধীজন,

আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করা এবং তা নিয়ে পর্যালোচনা করা দরকার। হাতে গুণা অল্প কিছু মানুষ এই বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকে। চলার ক্ষেত্রে আমরা অনেক কিছু শিখে থাকি কিন্তু তা নিজের জীবনের মধ্যে কতটুকু বাস্তবায়ন করি তা কি চিন্তা করেছি কোন দিন।

চলোন আমার কথা বলা যাক,


আমি এই প্লাটফর্ম গুলোতে অনেক দিন যাবত কাজ করছি। আপনিও আমার মত কাজ করছেন। কিন্তু কখনো কি কাজে খাল ছেড়ে দিয়েছেন? আমি কিন্তু অনেক কাজে খাল ছেড়ে দিয়েছি কারণ যে কাজ করতাম তার থেকে ভালো অন্য একটি প্লাটফর্মের সন্ধান করার জন্য। অন্য একটি প্লাটফর্মের সন্ধান পাই কিন্তু আগের থেকে ভালো না। অবশেষে আগের প্লাটফর্মে ফিরে যেতে ইচ্ছে করে না। কেন যানেন? আগের প্লাটফর্মে দিতে আকর্ষন কমে যায়।

bangla-bhasa-.jpg

source

আপনি কি আমার মত এই সমস্যায় পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে জানাবেন।

তবে বলতে গেল আমি অনেক কিছু শিখতে পারছি। যা অনেক দিন পর বুঝতে পারলাম। সময যে কখন চলে যায় তা কেউ বলতে পারে না। ঠিক তেমনি আপনিও বলতে পারবেন না। শিখার জন্য চেষ্টা করুন তাহলে জীবনে চলার সময় কাজে লাগাতে পারবেন।

আসুন আমরা সবাই এক হয়ে নিজের ভাষাকে পৃথিবীতে ছড়িয়ে দেয়। পৃথিবীর সকল মানুষ জানতে পারুক আমরাও পারি নিজের ভাষাকে ভালোবাসতে। আমরাও পারি নিজের ভাষায় লিখতে। আমরাও পারি একজন অন্যজনের সাথে যোগাযোগ তৈরি করতে শুধুমাত্র নিজের ভাষায়।

নিজের ভাষায় কথা করি

অন্য ভাষা ত্যাগ করি