বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সমাদৃত ফল হচ্ছে লেবু।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
দিনটি ছিল ৫ অক্টোবর, রোজ শনিবার। দীর্ঘ ৩-৪ বছর পর গ্রামের বাড়িতে চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গিয়েছিলাম। এত বছর পর গ্রামের বাড়িতে গিয়ে মনে হচ্ছিল অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। মনে হচ্ছিল শহরের চার দেয়ালের মাঝে বন্দী থেকে অনেক অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি। আজকে কথা বলব একটা লেবু গাছ নিয়ে, আমার দাদা যখন বেঁচে ছিলেন সে সময়ে তিনি একটি লেবু গাছ রোপন করেছিলেন, যেটা আজ অব্দি আছে। আমি দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে, বিশ্রামের জন্য ঘরে যাই কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে বাধ্য হয়ে বাহিরে এসে হাঁটাহাঁটি করতে থাকি। এরপর ভাবলাম যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি সাথে করে, সে ক্ষেত্রে ছবি তুলে সময়টাকে ভালো কাটানো যাবে। ঘর থেকে ক্যামেরা নিয়ে আমি ছবি তোলার জন্য আশেপাশে হাটাহাটি করছিলাম।
একপর্যায়ে আমি আমার দাদার লাগানো সেই লেবু গাছটি চোখে পড়ে, গাছটির মধ্যে পাতার সংখ্যা খুব কম ছিল। তবে বেশ কয়েকটি কান্ডে লেবুর ফুল ধরে আছে। লেবু গাছটির কাছে যেতেই আমি লেবুর ঘ্রাণে মুগ্ধ হয়ে যাই। দেখলাম উপরের দুটি শাখাতে দুটি লেবু ধরে আছে। লেবুর গুনাগুন সম্পর্কে আপনারা মোটামুটি সবাই কম বেশি জানেন। লেবু হচ্ছে এমন একটি ফল, যেটা চিকিৎসার পাশাপাশি খাবারের জন্য ব্যবহার করা হয়। এতে ভিটামিন সি সহ আরো অনেক নানান ধরনের উপাদান রয়েছে। লেবু কয়েক প্রজাতির হয়ে থাকে। যেমন বাতাবি লেবু, এলাচি লেবু ইত্যাদি আরো নানান রকমের রয়েছে।
For work I use:
ডিভাইস |
Canon 90D |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
লেবু গাছ রোপন করলেই হয়ে যায় না এর প্রতি যত্ন রাখতে হয়। লেবু গাছে অনেক ধরনের পোকামাকড় দেখা যায়, এগুলোকে দমন করার জন্য বিভিন্ন ওষুধ রয়েছে যেগুলো প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে একটা সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে, লেবু গাছে আগাছা জন্মানো অর্থাৎ লতার মত এক ধরনের আগাছা রয়েছে। এরকম আনান নানান ধরনের সমস্যা দেখা দেয় যার ফলে গাছকে ঠিকভাবে বৃদ্ধি হতে দেয় না। আমাদের এগুলোর প্রতি খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ।