ছোটবেলায় এই বনফুল গুলো দিয়ে অনেক রকমের খেলা করতাম, যা আজও স্মৃতি হিসেবে রয়ে গেছে।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমাদের দেশে Urena lobata নামের এক ধরনের ফুল সচরাচর গ্রামাঞ্চলে দেখা যায়, যেটা মূলত বনফুল নামে পরিচিত। অর্থাৎ এই ফুলগুলো সাধারণত বনে জঙ্গলে প্রচুর পরিমাণে জন্মায়। বিশেষ করে বাড়ির আঙ্গিনার আশেপাশে ছোট বড় ঝোপঝারে এই ফুলগুলোর জন্মে থাকে। এ ফুলগুলো সুন্দর্যের একটি অংশ, এ সম্পর্কে ইন্টারনেটে তেমন কোন তথ্য নেই। এক কথায় বলতে গেলে এই ফুলগুলো অবহেলিত। এই ফুলগুলো বন ওকরা, বনফুল অথবা জঙ্গি ফুল হিসেবে পরিচিত। কিছুদিন আগে যখন গ্রামে গিয়েছিলাম, ছোট ছোট ছেলে মেয়েরা এ ফুলগুলো দিয়ে খেলা করত।
For work I use:
ডিভাইস |
Canon 90D |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
এই ফুলগুলোর বিশ্বাস কোন গুণ নেই, তবে এগুলোকে শুধুমাত্র সৌন্দর্যের জন্য ব্যবহার করা যায়। এগুলোকে রোপন করার জন্য তেমন কোন কষ্ট করতে হয় না, যদি কোথাও আপনি এই কাজগুলো দেখতে পান তাহলে সে কিন্তু তুলে নিয়ে আপনি কি ফুলের টপে লাগিয়ে দিবেন। আমি নিজেও ছোটবেলায় এই ফুলগাছ গুলো দিয়ে অনেক রকম খেলা করতাম। এগুলো গ্রামাঞ্চলের মানুষের কাছে খুবই পরিচিত। এমন কোন মানুষ নেই যে এই বনফুলের সম্পর্কে জানেনা। এই ফুলের আরো কয়েকটি প্রজাতি রয়েছে, সাধারণত এই ফুলগুলো দূর থেকে তিনটি রংয়ের হয়ে থাকে। একটি হলো গোলাপী আরেকটা হলো হলুদ কমলা বর্ণের, অন্যটি আমার জানা নেই।