কিছু জীব আছে যেগুলো অন্য জীবের উপর নির্ভরশীল।

in #blog5 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

পরগাছা হচ্ছে প্রকৃতির একটি সাধারণ নিয়ম, অর্থাৎ যে গাছ অপর গাছে জন্মায় ও আশ্রয় নেয়। আমাদের দেশে অনেকে মনে করে পরগাছা ও রাক্ষুসে জীব একই রকম। কিন্তু বিষয়টা এমন না এগুলো দুটোই আলাদা আলাদা। রাক্ষুসে জীব মূলত অন্য জীবকে খেয়ে ফেলে, আবার কখনো কখনো রাক্ষুসে জীব তার চেয়ে বড় জীব কে খাদ্য হিসেবে গ্রহণ করে নেয়। পরগাছা কে যদি আমি বিজ্ঞানের ভাষায় সংজ্ঞায় বলি তাহলে বলবোঃ উৎপত্তিগতদিক এবং ব্যবহারগত দিক থেকে যে উদ্ভিদ অন্য উদ্ভিদের দেহে বসবাস করে এবং বসবাসকারী উদ্ভিদের দেহ থেকে খাদ্য বা পুষ্টি গ্রহণ করে থাকে তাকে পরগাছা বলা হয়। এবার হয়তো অনেকের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। ওর কাছে ভালো উদ্ভিদ এটি তার নির্ভরকারি জীবের কোন ক্ষতি করে না।

IMG_0085.jpg

IMG_0083.jpg

For work I use:


ডিভাইস
Canon 90D
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Chandpur, Bangladesh
ছবি তোলা
বাহিরে

যখন আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন আমাদের বাড়িতে একটি পথের পাশে মোটা একটি গাছ ছিল, ঠিক আছে নাম আমার সঠিক মনে নেই তবে সেই গাছের নিচের অংশে কিছু উদ্ভিদ দেখতে পেয়েছিলাম। আমি পরগাছা সম্পর্কে ছোটবেলা থেকে জানতাম, এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ কোন বিষয় নয় তবে আপনাদের সাথে শেয়ার করলাম। পরগাছার উদ্ভিদ গুলো কয়েক প্রজাতির হয়ে থাকে। কিছু কিছু রয়েছে লতার মত, আবার কিছু ঘাসের মত ইত্যাদি এরকম নানান প্রজাতির রয়েছে। তবে রাক্ষুসে জীব খুবই খারাপ, আপনার আপনাদের বাগানে প্রতিটি গাছের নজর রাখবেন যেন এরকমের কোন জীব না জন্মাতে পারে।