ইনডোর প্ল্যান্ট হিসেবে ফার্ন উদ্ভিদের জনপ্রিয়তা রয়েছে।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজকে যে উদ্ভিদটি নিয়ে কথা বলব সেটির নাম হচ্ছে "ফার্ন উদ্ভিদ"। এই উদ্ভিদটিকে আমরা সচরাচর আমাদের বাড়ির আঙিনায় আশেপাশে প্রচুর পরিমাণে দেখতে পাই। এগুলো সাধারণত ঝোঁপ-ঝাড়ে বেশি দেখা যায়। এই ফার্ন উদ্ভিদের প্রায় ১২,০০০ এরও বেশি প্রজাতি রয়েছে, যেগুলো পুরো পৃথিবীতে ইনডোর প্লান্ট হিসেবে জনপ্রিয়। ফার্ন হলো ফুলবিহীন সবুজ উদ্ভিদ। এগুলোকে সাধারণত পাতার পলকের মাধ্যমে খুব সহজে চিনতে পারা যায়। এই উদ্ভিদগুলোর না কোন ফুল হয় না কোন ফল হয়, এগুলো স্পোর মাধ্যমে প্রজনন করে থাকে। ফার্ন মূলত গ্রীষ্মকালের রেইনফরেস্টে জন্মায়। কিছু প্রজাতির ফার্ন রয়েছে যেগুলো গাছের কান্ডে, গাছের পাতায় জন্মে থাকে।
এই ফার্ন উদ্ভিদ গুলোকে অনেকে বাড়িতে সাজিয়ে রাখতে পছন্দ করেন। এগুলো সাধারণত ইনডোর প্লান্ট হিসেবে অনেক বেশি ব্যবহৃত। পাশাপাশি এগুলোর দ্বারা পাখিরা বাসা বাঁধার জন্য ব্যবহার করে থাকে। ফার্ন গাছের বেশ উপকারিতা রয়েছে। যেমন হাঁপানি, গলা ব্যথা, ঠান্ডা, যক্ষা, দুর্বল রক্ত ইত্যাদি ক্ষেত্রে বেশ কয়েকটি ফার্ন গাছ চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।
For work I use:
ডিভাইস |
Canon 90D |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
আমাদের বাংলাদেশে এগুলোকে বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু বাহিরের দেশে এই উদ্ভিদগুলোকে মানুষ বেশ গুরুত্ব দেয়। এগুলোকে ঘরের কোণে কোণে সাজানোর জন্য রোপন করে রাখে। ফার্ন যে কোন জলবায়ুতে সহজে টিকে থাকতে পারে।