আপেল গাছ ও বালক!

in #bn8 years ago

image
Source
অনেক অনেক দিন আগে একটি আপেল গাছ ছিল। সেই আপেল গাছে একটি বালক প্রতিদিন খেলা করতে আসত। গাছের ডাল পালায় চড়ত, আপেল খেত, ক্লান্ত হলে গাছটির গাছটিরগোড়ায় বসে বিশ্রাম নিত। এতে আপেল গাছটি খুব আনন্দ পেত। বালকটিকেও আপেল গাছটি খুব পছন্দ করত। বালকটি প্রতিদিনই আপেল গাছটিতে এসে খেলা করত।

হঠাৎ একদিন বালকটি আপেল গাছের কাছে আসা বন্ধ করে দিল। আপেল গাছটিরও খুব মন খারাপ হল। গাছটি বালকটির জন্য অপেক্ষা করতে লাগল। অনেকদিন পর বালকটি আবার গাছটির কাছে ফিরে আসল। গাছটিও খুব খুশি হল। আপেল গাছটি বলল তুমি আসাতে আমি অনেক খুশি হয়েছি। চল আমরা আবার খেলা করি। বালকটি বলল তোমার সাথে আমার খেলা করার বয়স এখন আর নেই। এখন আমার খেলনা দরকার কিন্তু টাকা নেই। গাছটি বলল, আমার কাছে তো টাকা নেই। তুমি আমার সব আপেল নিয়ে বাজারে বিক্রি করে ফেল। তাহলে অনেক টাকা পাবে।সেগুলো দিয়ে খেলনা কিনে নিও।
গাছটির কথায় সে অনেক খুশি হল। সে সব আপেল নিয়ে বাজারে বিক্রি করে দিল। বালকের খুশি দেখে গাছটিও আনন্দ পেল।

আপেল নিয়ে যাওয়ার পর আরও অনেকদিন হয়ে গেল কিন্তু বালকটির দেখা নেই। অনেক বছর হয়ে গেল। সে এখন পরিপূর্ণ যুবক। আবারও গাছটির কাছে আসল।

Sort:  

হঠাৎ একদিন বালকটি আপেল গাছের কাছে আসা বন্ধ করে দিল।

হঠাৎ একদিন বালকটি আপেল গাছের কাছে আসা বন্ধ করে দিল।

আপেল নিয়ে যাওয়ার পর আরও অনেকদিন হয়ে গেল কিন্তু

আপেল নিয়ে যাওয়ার পর আরও অনেকদিন হয়ে গেল কিন্তু

আপেল নিয়ে যাওয়ার পর আরও অনেকদিন হয়ে গেল কিন্তু

Try Our Service Before Buy🎁

  • Exclusive 30 days free upvotes to your every new post.
  • Limited Time Offer
  • No need to send any kinds of steem or sbd its full free service.
    we have paid service too so please check them too. Active the free upvote service and learn more about it here : JOIN NOW CLICK HERE

This post has received a 0.96 % upvote from @booster thanks to: @akandadelwar.

Thank you very much.

This comment has received a 0.35 % upvote from @booster thanks to: @akandadelwar.

তার পর কি হলো?? গল্প টা তো শেষ হলো না?? খুব মনোযোগ দিয়ে পড়তেছিলাম, শেষ হয়ে হলো না শেষ।।।।

আমি স্টিমেট এ নতুন, আমাকে ফোলআাপ দিয়ে পাশে থাকুন।

WARNING - The message you received from @ayipeciaceh is a CONFIRMED SCAM!
DO NOT FOLLOW any instruction and DO NOT CLICK on any link in the comment!
For more information, read this post: https://steemit.com/steemit/@arcange/phishing-site-reported-upvoteme-dot-ml
Please consider to upvote this warning if you find my work to protect you and the platform valuable. Your support is welcome!