ইংরেজি সাহিত্যিক বই প্রেমীদের জন্য কিছু উপহার ।

in #book-review6 years ago (edited)

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বই পড়তে বেশ পছন্দ করেন । অবসর সময় পেলেই বই নিয়ে বসে যান । কিন্তু আমরা সকলেই আমাদের নিজস্ব ভাষার বইয়ের উপরই বেশি ঝুঁক দেই অন্যান্য দেশের ভাষার বইয়ের প্রতি আমাদের তেমন আগ্রহ নেই বললেই চলে । এর প্রধান কারন হচ্ছে ভাষার জটিলতা । ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ এখন যেকোন ভালো জায়গায় জব করতে যেতে হলে অবশ্যই আপনাকে ভালো ইংরাজি জানতে হবে । আমাদের মধ্যে অনেকেই ইংরেজির উপর কোর্স করলেও চর্চা না থাকার অভাবে আস্তে আস্তে ভুলে জান। আর এই ভুলে যাওয়া রোধ করতে আমাদের প্রয়োজন প্রতিদিন অল্প করে হলেও ইংরেজির সাহিত্যিক বই পড়া । তাছাড়া যারা নতুন ইংরেজি শিখছেন তাদের উচিত ইংরেজির সাহিত্যিক বই পড়া । তাই আজ আমি কিছু সহজ ইংরেজি ভাষায় প্রকাশিত সাহিত্যিক বই তুলে ধরব আমার পোস্টে ।

The wind in the willows


Source

Kenneth Grahame এর রচিত এই বইটিতে ইংল্যান্ডের গ্রাম-অঞ্চলে বসবাসরত বিভিন্ন পশুপাখিদের জীবন চিত্র ইংরেজির সহজ ভাষায় তুলে ধরেন। নানা ধরনের এডভেঞ্চার ও হাস্যকর কাহিনী দিয়ে বইটি ছোট-বড় সবাইকে সমান তালে আনন্দ দিবে। বইটি আপনি বাংলাদেশের বিভিন্ন বুক সেন্টারে পাবেন অথবা ইন্টারনেটে এর পিডিএফ ফাইল পাবেন ।

flower-squiggle-2s.png

Lord of the flies


Source

Lord of the flies বইটির নোবেল প্রাইজ প্রাপ্ত লেখক William Golding । এটি তার লিখিত সকল সাহিত্যিক বইয়ের মধ্যে অন্যতম একটি প্রধান বই। বইটিতে কয়েকজন কিশোর নিয়ে লেখা হয়েছে। ব্যস্ত শহরে বসবাসরত কিছু কিশোর ঘুড়তে বের হলে তারা এক পর্যায়ে একটি নির্জন দ্বীপে আটকে যায়। তারা ভয়ের পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে সময় অতিবাহিত কারে। কারন তারা সেখানে উন্মুক্ত পাখির মতো চলতে ফিরতে পারে, তাদেরকে বিধি-নিষেদ করতে কোন সমাজ ব্যবস্থাপনা ছিলনা সেখানে।

flower-squiggle-2s.png

Animal Farm


Source

George Orwell এই বইটি লিখেন। সকলে বলে এই বইটি তার প্রকাশিত সকল বইয়ের মধ্যে শ্রেষ্ঠ বই। বইটি প্রথম প্রকাশিত হয় ১৭ আগস্ট ১৯৪৭ সনে । বইটির কাহিনি নিয়ে এনিমেশন মুভিও প্রস্তুত করা হয় । বইটির মুল কাহিনী হচ্ছে একটি খামারের পশুদের ঘিড়ে। মুলত বইটিতে তিনি নেপোলিয়ানের অত্যাচার বুঝাতে নানা ধরনের ব্যাঙ্গাতক ভাষা ব্যবহার করেন। আমি আশা করি বইটি আপনাদের নজড় কাড়বে।

বইগুলোতে সহজ ভাষা ব্যবহার করা হয়েছে, যা সকলের জন্য বোধগম্য।তাই আমি আশা করি বইগুলো পড়লে আপনি জ্ঞ্যান অর্জনের পাশাপাশি আপনার ইংরেজি চর্চাও হবে। ধন্যবাদ @zaku .

Untitled.png
U5dsq_LDsp_LTo_DM5i_E6ukv_Le_GVzdw1_DR.gif

Sort:  

So amazing. Thanks for sharing 🙂 I will follow, resteem and upvote

@zaku আপনার কাছে সবসময় এই ধরনের ভাল এবং তথ্য বহুল পোষ্ট আমরা আশা করি । ভবিষ্যতে আরও ভাল পোষ্টের অপেক্ষায় থাকলাম । আপনি আমাদের বাংলাদেশের স্টিমিয়ান্সদের জন্য আদর্শ হতে পারেন । আমরা আপনাকে আমাদের STEEM TUNER COMMUNITY তে আহবান জানাচ্ছি । আমরা বাংলাদেশিদের পাশাপাশি দেশের বাহিরেও সকল স্টিমিয়ান্সদের বিভিন্ন উপায়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি । এই সফরে আমরা আপনাকে পাশে পাব সেই আশা রাখছি। আগামিকাল বৃহস্পতিবার রাত ১০ঃ৩০ টায় আমাদের সাপ্তাহিক লাইভ সেশনের আয়োজন করা হয়েছে । আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য। ধন্যবাদ।

Wow seems cool collection of books! Thanks sure will be reading it. Will hopefully find it online.

HI ZAKU VAI. AMI INDIA THEKE.. AMI BANGALI, BANGLA TE STEEM A APNAR ATO DOLLER KIVABE?

aami Sherlock Holmes er detective story porechi... ....
friends your reference is also very good.....

thank you so much @zaku .It's help me a lot of.. thank you so much.

nice pic oh hermosssssosoooooo

You got a 6.83% upvote from @postpromoter courtesy of @zaku!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61265.70
ETH 3429.20
USDT 1.00
SBD 2.50