ছন্দে ফিরেছে ব্রাজিল!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
দীর্ঘদিন পরে গতকাল আবার মাঠে নেমেছিল ব্রাজিল। আন্তর্জাতিক বিরতি শুরু হয়েছে ক্লাব ফুটবল বন্ধ। ফুটবলার রা তাদের দেশের হয়ে মাঠে নেমেছে। গতকাল ব্রাজিলের একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেনেগালের সাথে। ম্যাচটা ছিল নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে। গতমাসের ফ্রেন্ডলি ম্যাচে জাপানের সাথে হেরে গিয়েছিল ব্রাজিল। সেখান থেকে ইম্প্রুভ করতে আরও কিছু ম্যাচ খেলা প্রয়োজন এবং সেটা অবশ্যই ভালো দলের সঙ্গে। সেনেগালের ফিফা র্যাংকিং ১৮। পাশাপাশি এই দল কয়েক বছর আগে আফ্রিকান চ্যাম্পিয়ন হয়েছে। কার্লো আনচেলওি যথারীতি তার দলকে ৪-১-২-৩ ফর্মেশনে মাঠে নামায়। তবে আশ্চর্যের বিষয় কার্লো এডার মিলিটাও কে রাইট ব্যাক হিসেবে খেলিয়েছেন। সে একজন সেন্টার ব্যাক। এবং ঐ পজিশনে মিলিটাও বেশ ভালো করেছে।
রাইট উইং এর রাফিনহা ইঞ্জুরিতে। ঐ জায়গাই ছিল ১৮ বছর বয়সী এস্তেভাও উইলিয়ান। অন্যদিকে সেনেগাল দলে সাদিও মানে, কুলিবালি, মেন্ডির মতো কিছু বড় নাম রয়েছে। যাইহোক খেলাটা শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০ টার সময়। প্রথম কয়েক মিনিট সেনেগাল কিছুটা আক্রমনাত্মক খেললেও কিছুক্ষণ পরেই ব্রাজিল ম্যাচে আধিপত্য বিস্তার করতে শুরু করে। বামদিক থেকে ভিনিসিয়াসের একের এক বল নিয়ে ভেতরে মুভ করা সত্যি দারুণ ছিল। ম্যাথিউস কুনহা দুইটা দারুণ সুযোগ পায়। কিন্তু দুইটাই বলই গোলাবারে লেগে ফিরে আসে। দূভার্গ্য বলা যায়। এরপর ভিনিসিয়াস রদ্রিগো রা বেশ কিছু চেষ্টা করেছে কিন্তু কোন লাভ হয়নি। অবশেষে গোলের দেখা পায় ব্রাজিল।
ম্যাচের ২৮ মিনিটের সময় ১৮ বছরের এস্তেভাও দারুণ একটা গোল করে। এই গোলে ১-০ তে এগিয়ে যায় ব্রাজিল। এর কিছুক্ষণ পর ব্রাজিল একটা ফ্রি কিক পায়। ফ্রি কিক নেয় রদ্রিগো। বলটা দারুণভাবে বাড়িয়ে দেয় ক্যাসিমিরো এর দিকে। এবং ক্যাসিমিরোর দারুণ ফিনিশিং। ২-০ তে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ব্রাজিলের খেলা কিছুসময় ছন্নছাড়া লাগলেও পরবর্তীতে আবার তারা গুছিয়ে খেলতে থাকে। এই সময় দারুণ কিছু সুযোগ পায় ব্রাজিল। ভিনিসিয়াস রদ্রিগো রা মিলে চমৎকার কিছু আক্রমণ করে। কিন্তু কোন লাভ হয়নি। আর কোন গোল করতে পারেনি ব্রাজিল। অন্যদিকে সেনেগাল কিছু আক্রমণ করলেও তারাও কোন গোল পায়নি। খেলা শেষ হয় ব্রাজিল ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
২০২৬ বিশ্বকাপ আগামী বছরের জুন মাসে। সেটাকে সামনে রেখেই ব্রাজিল এখনও তাদের দল গোছাতে ব্যস্ত। কার্লো আনচেলওি ব্রাজিলের কোচ হয়ে আসার পরে এক্টপেক্টটেশন টা বেড়েছে। সুতরাং তার উপর একটা চাপ রয়েছে। যদিও বিগত কয়েক বছরের চেয়ে বতর্মানে ব্রাজিল দলটা কিছুটা গোছানো এবং ভালো ফুটবল খেলছে। কিন্তু এতো কম সময়ে পুরোপুরি প্রস্তুতি নেওয়া একেবারেই সম্ভব না। তবুও দেখা যাক কী হয়। বিশ্বকাপের পরবর্তী প্রস্তুতি ম্যাচ ব্রাজিল খেলবে তিউনেশিয়ার সাথে আগামী বুধবার রাতে। এবং এরপর তিনমাস আর কোন আন্তর্জাতিক বিরতি থাকবে না। আগামী মার্চে ব্রাজিল ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ খেলতে পারে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।















.png)



Daily task
https://x.com/Emon423/status/1989967235885273579?t=iLSqkihQYc0QR2oh6LzUBQ&s=19