প্রজাপতি
প্রজাপতি বিভিন্ন রকমের হয়ে থাক। প্রজাপতি তাদের শরীরে আকার আকৃতির জন্য বিশ্বসেরা। প্রজাপতি সাধারনত তার পাখার বর্ণালী রঙের জন্য বিশ্ব বিখ্যাত হয়ে থাকে। প্রজাপতির পাখায় অনেক ধরনের রং থাকে। প্রজাপতির কাজ হচ্ছে ফুলে ফুলে ঘুরে বেড়ানো। প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেরিয়ে মধু সংগ্রহ করে খায়। প্রজাপতির একটি লম্বা সুর থাকে যার মাধ্যমে সে ফুল থেকে মধু সংগ্রহ করে খায়। প্রজাপতির দুইটি বড় ডানা থাকে এর মাধ্যমে সে আকাশে বাতাসে উড়ে বেড়ায়। প্রজাপতির ছয়টি বড় বড় পা থাকে। প্রজাপতি ফুলের পরাগায়ণে সাহায্য করে। আমাদের দেশে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের প্রজাপতি রয়েছে। প্রজাপতি সাধারণত তার শরীরের রঙের জন্য বিশ্বে পরিচিত। আমাদের দেশে বিভিন্ন প্রজাতির প্রজাপতি রয়েছে এর মধ্যে মথ অন্যতম। প্রজাপতিদের আমরা সব সময় ফুলে ফুলে উড়ে বেড়াতে দেখি। প্রজাপতি কখনো এক জায়গায় স্থির ভাবে বসে থাকে না। প্রজাপতির ছবি তুলতে গেলে অনেক সময় অনেক সমস্যায় পরতে হয়। যেহেতু তারা এক স্থানে অনেক সময় বসে থাকে না। আমি জীবনে অনেক কয়েকবার প্রজাপতির ছবি তুলেছিলাম। প্রজাপতির ছবি তুলা অনেক কষ্টসাধ্য কাজ। প্রজাপতির ছবি মোবাইলের ক্যামেরা দিয়ে তুললে অনেক সুন্দর হয়ে থাকে।