Star cafe priyo cafe
স্টারক্যাফে,
১. চিকেন চিজ বার্গার। ৬০ টাকা দাম মাত্র। এই দামে বেশ ভালো লেগেছে বার্গারটা। আকারেও যথেষ্ট বড়।
(৮/১০, দাম কম হওয়ার কারনে এবং স্বাদেও ভালো)
২. লাচ্ছি, ৫০ টাকা। আহামরি কিছুনা। অতি সাধারণ।
৬/১০ দিবো। বহু ইমপ্রুভমেন্ট বাকি আছে এনার।
নোট: ওনাদের একটা ঐতিহ্য আছে। মানুষের নিঃশ্বাসের সাথে সাথে চেয়ার টেবিল গুলোও সমানতালে দুলে। আজ আরেকটি ঐতিহ্য আবিষ্কার করলাম। তা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তৈরি করা মেন্যুবুক গুলো ওনারা এখনো চেঞ্জ করেননি। ঐতিহ্য বড় সগর্বে ধরে রেখেছেন।
পরিশেষে, আলহামদুলিল্লাহ।