Fusion cafe

in #cafe8 years ago

প্লেইস : Fusion Cafe
আইটেম : combo 1
দাম : ২২০৳
মেনু তে যা ছিল তা হল, স্যুপ, অনথন, পটেটো ওয়েজেস আর কোক।
সার্ভ করার পর দেখলাম অনথন নাই।
দুঃখিত মনে খাইতে গেলাম।
পটেটো ওয়েজেসে অনেক লবন ছিল, খাওয়া যাচ্ছিল না।
ভাবলাম স্যুপ দিয়ে খাই।

image

স্যুপ খাইতে গিয়ে কান্না চলে আসল। এটাতেও অতিরিক্ত লবন, আর পুরাটাই আদার ঝাঁঝ। বড় বড় স্লাইস করে আদা দেয়া। মাশরুম মনে করে কয়কটা মুখে দিয়ে ফেলসি।
পরে স্যুপ চেঞ্জ করে দিসে। কিন্তু আদার ঝাঁঝ কমে নাই।
অনথন এর পরিবর্তে extra 7up দিসে!!!!
রেটিং এ আসি-
খাবার : ৪/১০
প্লেস : ৮/১০
ব্যবহার :৭/১০
আশা করি পরবর্তিতে খেয়াল রাখবেন।