বিকাল বেলা ঘুরতে গিয়েছিলাম কাশফুল দেখতে কাশিগঞ্জ গ্ৰামে
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ০৮ ই অক্টোবর ২০২৫ ইং
বিকেলের মিষ্টি আলোয় দিনটা যেন একটু অন্যরকম লাগছিল। আকাশে সূর্যের আলো তখন হালকা সোনালি, চারপাশে ছিল শান্ত একটা পরিবেশ। আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম, আজ যাই কাশফুল দেখতে। প্রতি বছর আমাদের বদরগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের পাশের নদীর তীরে অসংখ্য কাশফুল ফোটে। সেই দৃশ্য যেন এক টুকরো স্বপ্ন দিগন্তজোড়া সাদা ফেনার মতো ফুলগুলো হাওয়ায় দুলে দুলে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে।গ্রাম থেকে নদীর পাড়ে পৌঁছাতে কিছুটা পথ হাঁটতে হয়।
পথে কাঁঠাল গাছ, তালগাছ, আর মাঝে মাঝে ধানের ক্ষেতের ভেতর দিয়ে এগিয়ে গেলাম। বাতাসে তখন শরতের হালকা গন্ধ মাঠের ধান পাকার সুবাস, কাশফুলের মিষ্টি গন্ধ, আর নদীর জলভেজা হাওয়া সব মিলিয়ে মনটা একেবারে সতেজ হয়ে উঠেছিল।নদীর ধারে পৌঁছে দেখি, ওপারে পুরো একটা সাদা জগত যেন আমাদের জন্য অপেক্ষা করছে। কাশফুলের ভিড়ে দিগন্ত দেখা যায় না। নদী পার হতে নৌকা ডাকলাম। নৌকাওয়ালা চাচা হাসিমুখে বললেন, কাশফুল দেখতে নাকি?আমরা সবাই একসঙ্গে হেসে উঠলাম।
নৌকাটা ধীরে ধীরে নদীর মাঝ দিয়ে এগোতে লাগল। জলের ঢেউয়ে নৌকা দুলছিল, আকাশে ভেসে বেড়ানো মেঘের প্রতিচ্ছবি পড়েছিল নদীর জলে। দূর থেকে দেখা কাশফুলগুলো যেন আমাদের দিকে হাত নাড়ছিল।নদীর ওপারে পৌঁছেই মনে হলো আমরা যেন অন্য এক জগতে এসে পড়েছি। যতদূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল। বাতাসে দুলে তারা কখনো মাথা নোয়াচ্ছে, কখনো আকাশের দিকে ছুঁয়ে দিচ্ছে। বন্ধুরা কেউ কাশফুলের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে, কেউবা মাটিতে বসে গল্প করছে। হাসির শব্দে ভরে উঠেছিল সেই শান্ত বিকেলটা।
একটু পর সূর্য ঢলে পড়তে লাগল পশ্চিমে। কাশফুলের সাদা রঙে তখন পড়ল সোনালি রোদ দৃশ্যটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। মনে হচ্ছিল প্রকৃতি যেন সোনার তুলোয় মুড়ে ফেলেছে এই নদীর পাড়টাকে। হাওয়া বইলে কাশফুলগুলো একসঙ্গে দুলে উঠছে, যেন তারা কোনো অদৃশ্য সুরে নাচছে।আমরা অনেকক্ষণ ধরে সেই সৌন্দর্যে হারিয়ে ছিলাম। কেউ কিছু বলছিল না, শুধু তাকিয়ে ছিলাম সামনে প্রকৃতির এই নিঃশব্দ কবিতার দিকে।
শেষে যখন অন্ধকার নামতে শুরু করল, আমরা আবার নৌকায় উঠে ফিরে এলাম। নদীর জলে তখন চাঁদের আলো পড়েছে, দূরে দেখা যাচ্ছিল কাশফুলের ছায়া।ফিরে আসার পরও মনটা বারবার ফিরে যাচ্ছিল সেই সাদা কাশবনের দিকে। মনে হচ্ছিল, জীবনের ব্যস্ততার মাঝে এমন এক বিকেল যেন প্রকৃতি আমাদের উপহার দেয় যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো চিন্তা, শুধু শান্তি আর সৌন্দর্য।
সেদিনের সেই বিকেল, সেই নদীর হাওয়া, আর কাশফুলের রাজ্য আজও চোখ বন্ধ করলে স্পষ্ট ভেসে ওঠে মনে যেন প্রকৃতির কোলে কাটানো এক চিরস্মরণীয় বিকেল।
সবাইকে ধন্যবাদ।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness








