পরিবর্তন!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
পরিবর্তন পৃথিবীর নিয়ম। সময়ের সাথে প্রকৃতির যেমন পরিবর্তন হয়। একইভাবে মানুষেরও পরিবর্তন হয়। মানুষের স্বভাব অভ্যাস অনেক কিছুই পরিবর্তিত হয় সময়ের পরিক্রমায়। একটু অন্যভাবে শুরু করি। ধরুন আপনি একটা নতুন গাড়ি কিনেছেন নিজের এবং পরিবারের চলাচলের জন্য। নতুন গাড়ি মোটামুটি তিন বছর কোন সমস্যা ছাড়াই সেটা চলেছে। কিন্তু তারপর থেকেই শুরু হলো সমস্যা। প্রথমে আপনি গাড়ির সবগুলো হেড লাইট চেঞ্জ করলেন। তারপর সমস্যা দেখা দিল গাড়ির অন্য যন্ত্রাংশেশে সেগুলো পরিবর্তন করেলন। এভাবে করতে করতে আপনি পরবর্তী তিন বছরের মধ্যে প্রায় সবকিছুই পরিবর্তন করে ফেললেন যেন আপনি কোন সমস্যা ছাড়া গাড়িটা ব্যবহার করতে পারেন। কোন সমস্যা যেন একেবারেই না হয়।
পরবর্তীতে আপনার গাড়ি বেশ কিছুদিন চলার পরে সমস্যা দেখা দিল ইঞ্জিনে যেটা গাড়ির একেবারে মেইন অংশ। আপনি তখন নতুন একটা ইঞ্জিন লাগিয়ে নিলেন। পাশাপাশি গাড়িটা পুরাতন হয়ে যাওয়ার জন্য রং ও করে নিলেন। একেবারে নতুন রং। আপনার গাড়ির পুরো চেহারা বদলে গেল। অর্থাৎ সাত বছর আগে আপনি যে গাড়িটা কিনেছিলেন এখন গাড়ির সেই ইঞ্জিন নেই। পাশাপাশি নতুন রং করেছেন। ফলে পরিবর্তিত হয়েছে গাড়ির রং। এভাবে আপনি গাড়ির সবকিছুই পরিবর্তন করেছেন শুধুমাত্র ঠিকভাবে চলার জন্য। এখন ভেবে দেখুন তো সাত বছর আগে আপনি যে নতুন গাড়িটা কিনেছিলেন এবং এখন যেটা ব্যবহার করছেন দুইটা কী একই গাড়ি কীনা? আপনার কী মনে হচ্ছে একই গাড়ি। আপনি কিন্তু ইতিমধ্যে ঐ গাড়ির সবকিছুই রিপ্লেস করেছেন। তাহলে দুইটা গাড়ি এক কীভাবে হয়ে থাকে??
এই দুইটা গাড়ি এক না। এদের মধ্যে অনেক পার্থক্য হয়ে গিয়েছে এখন। এখন ভেবে দেখুন তো একটা মেশিন সেটারও পরিবর্তন হয়। কয়েক বছরের ব্যবধানে সেটাও আর আগের মতো থাকে না। এখন আসি মানুষের কথায়। একজন মানুষের সাথে আপনার পরিচয় ছিল খুব ভালো সখ্যতা ছিল একসময়। তারপর ধীরে ধীরে আপনাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। একটা সময় গিয়ে আপনাদের মধ্যে আর কোন সম্পর্কে থাকে না বলার মতো। তখন আপনি নিজে ভালো থাকার জন্য স্বাভাবিক থাকার জন্য নতুন অভ্যাস করতে থাকেন। আপনি নিজের কিছু অভ্যাস অনেক সময় সব অভ্যাস পরিবর্তন করে ফেলেন। আপনার শরীরের মধ্যেও পরিবর্তন আসে। আপনার কথার গুরুত্ব বেড়ে যায়। পাশাপাশি পরিবর্তন হয় আপনার ব্যক্তিত্বের।
এভাবে করতে করতে ৮-১০ বছরের মধ্যে আপনার রুচি ইচ্ছা কাজ চরিত্র ব্যক্তিত্ব সবকিছুরই পরিবর্তন হয়। ঠিক হয় ঐ গাড়িটার মতো। তাহলে ১০ বছর আগের আপনি এবং বতর্মান সময়ের আপনি কী এক?? আমি বলব না দুজন কখনোই এক না। এই সময়ে আপনার মধ্যে হয়ে গিয়েছে অনেক অনেক পরিবর্তন। এখন ১০ বছর পরে সেই মানুষটার সাথে আপনার দেখা হলো। তখন ঐ মানুষ টা আপনাকে দেখে অবশ্যই অবাক হবে আপনার পরিবর্তন দেখে। আপনি নিজেও আর সেই ১০ বছর আগের মানুষ থাকবেন না। আপনার মধ্যে হবে অনেক পরিবর্তন। ঠিক একেবারেই ঐ গাড়িটার মতো। মানুষের পরিবর্তন এভাবেই হয়ে থাকে। পরিবর্তিত হতে হতে একটা সময় পুরো মানুষ টাই বদলে যায়। অনেকদিন পর হঠাৎ দেখলে হয়তো কেউ চিনতেই পারে না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Daily task
https://x.com/Emon423/status/1979461147674972317?t=u1g6S-7q4ZYwlR5cgud5dg&s=19
https://x.com/Emon423/status/1979461381989765306?t=YOFByMbi_U3thM6H1yjjXQ&s=19