শৈশব স্মৃতি-পুতুলের জামা তৈরির মজার স্মৃতি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি আমার একটি শৈশব স্মৃতি সবার মাঝে শেয়ার করব। শৈশবের সুন্দর মুহূর্ত গুলো সবার মাঝে তুলে ধরতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
পুতুলের জামা তৈরির মজার স্মৃতি:

Source
ছোটবেলায় পুতুল খেলতে সবারই অনেক ভালো লাগে। আর পুতুল খেলার আনন্দটাই ছিল অন্য রকমের। ছোটবেলা মানেই পুতুল খেলার অনেক অনেক স্মৃতি। ছোটবেলা মানেই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। ছোটবেলায় যখন পুতুল খেলতাম তখন অনেক ভালো লাগতো। পুতুলের জন্য বিভিন্ন রকমের জামা কাপড় তৈরি করতাম। ছোট ছোট কাপড় কেটে কেটে ছোট ছোট জামা তৈরি করতাম।
যখন টেইলার্সে জামা বানাতে দিতাম তখন সেখান থেকে সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসতাম। টেইলার্সের দোকানে সব সময় সুন্দর সুন্দর কাপড় পাওয়া যেত। আর সেগুলো বাসায় এনে পুতুলের ছোট ছোট জামা তৈরি করতাম। আবার একটু বড় কাপড় হলে তো শাড়ি বানিয়ে ফেলতাম। টেইলার্সের দোকানে গেলেই শুধু ফেলনা কাপড় খোঁজার বাহানা করতাম।
টেইলার্সে কাজ করা যেই আঙ্কেল গুলো থাকতো ওনাদেরকে বললেও উনারা অপ্রয়োজনীয় কাপড়গুলো দিয়ে দিত। আর সেখান থেকে বেছে বেছে সুন্দর সুন্দর কাপড় গুলো নিয়ে আসতাম। সত্যি কথা বলতে নতুন নতুন কাপড় নিয়ে আসতে অনেক ভালো লাগতো। আর সেগুলো কেটে কেটে যখন পুতুলের জামা তৈরি করতাম তখন অনেক ভালো লাগতো। মনে হতো যেন পুতুলরা অনেক খুশি হয়েছে।
ছোট ছোট পুতুলের ছোট ছোট জামা নিজ হাতেই তৈরি করতাম। সুঁই সুতো দিয়ে সেলাই করে আটকে দিতাম। যাতে করে জামাটি দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে। আসলে নিজের হাতে যখন পুতুলের ড্রেস তৈরি করতাম তখন অনেক ভালো লাগতো। মনে হতো যেন নিজের হাতেই আমি অনেক বড় কিছু তৈরি করে ফেলেছি।
পুতুল খেলার সেই আনন্দ এবং পুতুলের ড্রেস তৈরি করার সেই আনন্দের স্মৃতি গুলো এখনো অনেক মনে পড়ে। মাঝে মাঝেই সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। শৈশবের সেই সুন্দর স্মৃতিগুলোই আজকে আমি সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1980334844359110832?t=lMkE7awZOHh3XcEotefewA&s=19