শৈশবের শীতের সকালের সুন্দর মুহূর্ত ||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। শৈশব স্মৃতি নিয়ে লিখতে খুবই ভালো লাগে। তাই তো আজকে আমি শৈশবের সুন্দর একটি মুহূর্ত সবার মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।

শৈশবের শীতের সকালের সুন্দর মুহূর্ত:

encounter-5093051_1280 (4).jpg

source


শীতের সকালে শৈশবের সুন্দর মুহূর্ত গুলো চমৎকারভাবে কেটেছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলায় মিষ্টি রোদে দাঁড়িয়ে সময়টা উপভোগ করতে অনেক ভালো লাগতো। সময়টাও দারুন ভাবে কেটে যেত। সকালের মিষ্টি রোদ আর ঘুম থেকে উঠে এরকম দারুণ আবহাওয়া উপভোগ করার সুযোগ পেলে সবারই অনেক ভালো লাগে। আমারও খুবই ভালো লাগতো।

শীতের সকালে মুড়ি মাখা খেতেও অসাধারণ লাগতো। সেই সাথে যদি খেজুরের গুড় হতো তাহলে একেবারে জমে যেত। আর শীতের সকালে রোদে বসে মুড়ি মাখা খেতে আমার খুবই ভালো লাগতো। এছাড়া শীতের সকালে বিভিন্ন রকমের পিঠা খেতে ভালো লাগতো। শীতের সকাল মানেই ছিল অন্য রকমের আয়োজন। আর শীতের সকালে খাওয়া-দাওয়ার মজাটাই ছিল অন্য রকমের।

শীতের সকালে ঘরে ঘরে নানান রকমের খাবার দাবার রান্না হতো। শীতের সবজি রান্না হতো। সবকিছু খেতে ভালো লাগতো। আর শীতের সকালে যখন সবাই মিলে একসাথে খেলাধুলা করতাম তখন খুবই ভালো লাগতো। স্কুল যাওয়ার আগে কিছুটা সময় পেলেই আমরা সবাই খেলতে চলে যেতাম। আর রোদে দাড়িয়ে দাড়িয়ে বিভিন্ন রকমের খেলাধুলা করতাম। যেহেতু ফসলের মাঠ পুরা ফাঁকা হয়ে যেত তাই খেলাধুলা জমে উঠত।

শীতের সকালে খড়কুটো দিয়ে আগুন পোহানোর সেই আনন্দটা এখন সত্যিই অনেক মিস করি। বিভিন্ন রকমের খড়কুটো এবং গাছের শুকনো পাতা দিয়ে আগুন করা হতো। আর সেই আগুনে জলপাই পুড়িয়ে খেতে ভালো লাগতো। আগুনে পোড়া জলপাই খাওয়ার সেই টেস্ট এখনো মনে পড়ে। এখনো মনে হয় যেন মুখে সেই স্বাদ লেগে আছে। যাই হোক মুহূর্তগুলো সত্যিই অনেক বেশি মিস করি।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।