গতকাল কুতুবপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০৭ ই নভেম্বর ২০২৫ ইং
কুতুবপুর ডিগ্রি কলেজ টি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে অবস্থিত।।গতকাল কুতুবপুর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানটি ছিল এক প্রাণবন্ত ও স্মরণীয় দিন, প্রায় প্রতি বছর কলেজে নবীন শিক্ষার্থীদের কে বরণ করে নেয়ার জন্য মুলত নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ মুখরিত ছিল ছাত্রছাত্রীদের কোলাহলে এবং নবীন শিক্ষার্থীদের আনন্দ। নতুন শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর একটু উত্তেজনার ছোঁয়া। যেন তারা এক নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে, অজানার পথে যাত্রা শুরু করতে যাচ্ছে।
অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। আমাদের দেশের বেশিরভাগ অনুষ্ঠান গুলোর মধ্যে জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান পরিচালিত হয়, এটি আমাদের দেশের একটি সংস্কৃতি। এরপর কলেজের অধ্যক্ষ নবীনদের স্বাগত জানিয়ে এক অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, ছাত্র ছাত্রীরা মনোযোগ সহকারে তার বক্তব্য শুনেন। তিনি বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমাদের হাতেই গড়ে উঠবে আগামী দিনের সমাজ, তার এই কথাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল।এই বক্তব্যে উপস্থিত সবার মধ্যে এক নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে একে একে ওঠেন কলেজের প্রতিভাবান ছাত্রছাত্রীরা। কেউ গান গেয়েছে, কেউ নৃত্য পরিবেশন করেছে, কেউ আবার কবিতা আবৃত্তি বা নাটিকা উপস্থাপন করেছে, দীর্ঘ দিন কলেজের ছাত্র ছাত্রীরা তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য গান এবং নাচ রিএক্সেলে করছিলেন। আসলে যে কোন প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হলে দীর্ঘ দিন ধরে রিএক্সেলে করা হয়। প্রতিটি পরিবেশনার মধ্যেই ফুটে উঠেছিল তরুণদের সৃজনশীলতা ও আবেগ। কলেজের প্রতিটি ছাত্র ছাত্রী খুবই সুন্দর পারফরম্যান্স করছিলেন।
সবচেয়ে বড় আকর্ষণ ছিল রংপুরের কয়েকজন স্বনামধন্য গায়িকার অংশগ্রহণ, মুলত তাদের কারণেই আমি এই অনুষ্ঠানে গিয়েছিলাম। তাদের সুমধুর কণ্ঠে মুগ্ধ হয়ে যায় পুরো কলেজ প্রাঙ্গণ, তাদের গানের সুরে দর্শক একদম মেতে উঠে এবং গলার সাথে গলা মেলান। দর্শকসারিতে ছিল তুমুল হাততালি ও উৎসাহ, আবার অনেকেই পুরুস্কৃত ও করছিলেন। অনুষ্ঠান চলাকালীন শিক্ষক শিক্ষিকারা ও অতিথিরাও অংশ নেন আনন্দে, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। আসলে এরকম সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেননা এখন বেশিরভাগ অনুষ্ঠানের মধ্যে মারামারি লাগে। কিন্তু এই অনুষ্ঠানে কোন ধরনের মারামারি লাগেনি।
শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং কলেজ পরিবারের সদস্য হিসেবে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। বিদায়ের সময় সবার চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। কেউ ছবি তুলছিল, কেউ বন্ধুদের সঙ্গে হাসিতে মেতে ছিল এক অনবদ্য স্মৃতি বুনে রেখে গেল দিনের শেষ আলোটা।
সবাইকে ধন্যবাদ।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness








