স্বরচিত কবিতা 🌹কষ্ট 😭

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব


Yellow & Brown Hand-drawn 6 Steps to Process Writing Presentation_20240604_234647_0000.png


স্বরচিত কবিতা


বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আপনারা সবাই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।


বন্ধুরা আজ আমি আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমরা এমন একটি সমাজে বসবাস করছি যেখানে মানুষরূপী অনেকগুলো পশু বসবাস করে। আপনি যার জন্যই ভালো কিছু করবেন না কেন সেই আপনাকে উল্টো ব্যথা দেবে এবং ব্যথার পরিমান এত হবে যেটা আপনি কখনোই সহ্য করতে পারবেন না। ঠিক তেমনি একটি ব্যাথিত বিষয় নিয়ে আজকে আমার এই কবিতা। কবিতাটির সাথে মিশে আছে আমার কান্নার জল, ভালোবাসার আবেগ আরো অনেক কিছু। আর বেশি কিছু লিখতে পারছি না, তবে চলুন দেরি না করে কবিতাটি পড়ে আসা যাক।

IMG_20240603_164957.jpg

কবিতার শিরোনাম -""কষ্ট""

কলমে- সেলিনা সাথী

সেলিনা সাথী

কষ্ট ভীষণ কষ্টগুলো
দিচ্ছে বুকে হানা,
অঝোর ধারার অশ্রুগুলো
শুনছে না আর মানা😭

আপন ভেবে যাদের আমি
মনে দিয়েছি ঠাঁই,
তাদের কাছেই পর ছিলাম
আগে বুঝি নাই।

যাদের জন্য সাত সমুদ্র
দিয়েছিলাম পারি
তাঁদের কাছে মন্দ হলাম
ভীষণ রকম ভারী।

অগোচরে নিন্দা করে
মহান সেজে থাকে
এমন মানুষের বিচার বলো
দেবো আমি কাকে-?

সফলতার পথে যারা
দিয়ে রাখে কাঁটা
ফুলকাপ মেমরি তাঁদের
কপাল টা যে ফাটা।

উৎসাহ আর অনুপ্রেরণা
দেয়নি কোনোদিন,
তবুও নাকি তাঁদের কাছে
আমার অনেক ঋণ।

মিথ্যে কথা বলো যারা
অপবাদ দেয় পিছে,
সামনে গেলে ভালোবাসার
অভিনয়টাও মিছে।

প্রয়োজনের প্রিয় আমি
বিশেষ ক্ষনে ক্ষনে
প্রয়োজন ফুরিয়ে গেলে
কেউ রাখেনা মনে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৪/০৬/২০২৪
সময় রাত ১০:৩০
বরপা- রূপসী- রূপগঞ্জ।


বন্ধুরা আমার আজকের কবিতটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব।

♥♥

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: কবিতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দারুন একটি কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লেগেছে। এরকম আরো কবিতা পড়ার আশা রাখছি। এভাবেই নিত্য নতুন কবিতা আমাদের মাঝে অবশ্যই শেয়ার করবেন।

 2 years ago 

আমার লেখা কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। দোয়া করবেন আমি যেন আগামীতে আরো ভালো ভালো কবিতা আপনাদের কেউ উপহার দিতে পারি। 💕

 2 years ago 

বেশ দারুন একটি কবিতা লিখেছেন আপু আপনার কবিতা আমার বরাবরই ভালো লাগে। পরনিন্দা যারা করে তারা মহান সেজেই থাকে আর তাদের বিচার একটু কমই হয়। প্রয়োজনে প্রিয় কিছু সময়ের জন্য আর প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ রাখে না মনে অসাধারণ ছিল আপু কবিতাটি একদম বাস্তব কথাগুলো লিখেছেন। ধন্যবাদ আমাদের মাঝে কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রয়োজনে প্রিয় হওয়ার মানুষের অভাব নেই। আর প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর তাদের আসল চেহারা যখন সম্মুখে আসে তখন কষ্টই পেতে হয়।।

 2 years ago 

নিজের মানুষ যখন কষ্ট দেয় তখন সে কি পরিমাণ কষ্ট লাগে বোঝা এটা যে সহ্য করেছে সেই হয়তোবা বলতে পারবে । আপনি যে এই কবিতার মধ্যে বলেছিলেন যে যাদের জন্য দিলাম সাত সমুদ্রের পাড়ি অবশেষে তাদের কাছে আমি হলাম ভারি এ কথাটা আমার জীবনের সাথে অনেক অংশ মিলে যায়। বাস্তবিক একটা কবিতা শেয়ার করলেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অচেনা অজানা মানুষের দেয়া কষ্টগুলো সহ্য করা যায় যত সহজে। নিজের মানুষগুলো কষ্ট দিলে তত সহজে সহ্য করা যায় না এটাই স্বাভাবিক। 😭 তবে পৃথিবীতে আপনজনেরাই সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে সব সময়। 💕