"চান্দা মাছ ভর্তা" ঘরোয়া স্বাদের সহজ রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো

Picsart_25-01-14_11-24-15-140.png

কিছুদিন হলো সিরাজগঞ্জে এসেছি।বাসায় এসে পছন্দের সব খাবার খাচ্ছি।গতকাল বিকেলে ফ্রিজ খুলে দেখলাম একটা চান্দা মাছের টোপলা।আম্মুকে সাথে সাথে বললাম আজকে চান্দা মাছ ভর্তা খাব।কেননা চান্দা মাছ ভর্তা খেতে আমি খুব পছন্দ করি।আম্মুকে বলার পর আম্মুর সাথে সাথে চান্দা মাছের টোপলা বের করে ভিজিয়ে রাখলো।রাতে যখন ভর্তা বাড়ানো শুরু করবে,আম্মু তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।এরপর কি আর করার,আম্মুকে বললাম তুমি শুয়ে থাকো। পরে আমি আর আমার ছোট বোন মিলে চান্দা মাছ ভর্তা করলাম।

আমি আমার ছোট বোনকে বললাম,"তুই পেঁয়াজ, মরিচ এগুলো কেটে দে, বাকি সব আমি দেখছি"।এরপর সব প্রস্তুত করে চান্দা মাছ ভর্তা তৈরি করে ফেললাম।আমি আর আমার ছোট বোন মিলে কিভাবে চান্দা মাছ ভর্তা তৈরি করলাম তা এখন আপনাদের মাঝে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্রমান্বয়ে তুলে ধরার চেষ্টা করব।আশা করছি আজকের রেসিপি পোস্ট আপনারা সবাই উপভোগ করতে পারবেন।তাহলে আজকের চান্দা মাছ ভর্তা রেসিপি শুরু করা যাক...

Picsart_25-01-14_11-23-45-885.jpg

প্রয়োজনীয় উপকরণসমূহ:-

20250113_123255.jpg

উপাদানপরিমাণ
চান্দা মাছ২৫০ গ্রাম ।
মরিচ কুচি৪ টি।
পেঁয়াজ কুচি৫ টি।
রসুন৩ টি।
তেলপরিমাণমতো।
লবণপরিমানমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

20250113_123854.jpg

  • প্রথমে একটি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন ভেজে নিলাম।

1000046184.jpg

  • এরপর পরিষ্কার করে রাখা চান্দা মাছগুলো ভেজে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচের মধ্যে দিয়ে দিলাম।

20250113_123924.jpg

  • এরপর পরিমাণমতো অল্প পরিমানে হলুদের গুঁড়া দিলাম।

20250113_124025.jpg

  • প্রত্যেকটা উপকরণের সাথে এবার মাছগুলো খুব ভালোভাবে মিশ্রণ করে নিলাম।

20250113_125320.jpg

  • চান্দা মাছ, পেঁয়াজ,মরিচ,রসুন ভালোভাবে পোড়া পোড়া করে ভেজে নিলাম।

20250113_125648.jpg

  • মাছ ভাজা শেষ হয়ে গেলে একটি বাটির মধ্যে রেখে দিলাম।

20250113_213541.jpg

  • এরপর ব্লাইন্ডারে ব্লেন্ড করার পালা।সকল উপকরণ ব্লেন্ডারের মধ্যে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিলাম।

20250113_213606.jpg

  • ব্লাইন্ড করতে থাকলাম। একদম ফিনিশ হওয়া না পর্যন্ত ব্লাইন্ড করতে হবে।

20250113_214002.jpg

  • যখন দেখবেন একদম ফিনিশ হয়ে গেছে তখন বুঝবেন ভর্তা রেডি।আর এভাবে আমার চান্দা মাছ ভর্তা তৈরি হলো।
রেসিপি পরিবেশন:-

Picsart_25-01-14_11-23-22-602.jpg

আজ আমি আপনাদের মাঝে আমার অত্যন্ত প্রিয় চান্দা মাছ ভর্তা রেসিপি শেয়ার করলাম। গরম ভাতের সাথে কিংবা পান্তা ভাতের সাথে চান্দা মাছ ভর্তা খেতে খুবই মজা লাগে।আমি এবং আমার ছোট বোন মিলে যে চান্দা মাছ ভর্তা তৈরি করলাম, তা খেতে খুবই সুস্বাদু হয়েছিল।আম্মু খেয়ে অনেক প্রশংসা করেছিল।মজাদার এই চান্দা মাছ ভর্তা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।রেসিপিটির প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরার চেষ্টা করেছি।আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ"চান্দা মাছ ভর্তা" ঘরোয়া স্বাদের সহজ রেসিপি
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 last year 

ভর্তা আমার খুব পছন্দের। চান্দা মাছের ভর্তা তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে ভাই। আপনার চান্দা মাছ ভর্তা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার ভর্তা তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

এই চান্দা মাছের ভর্তা আমিও খেতে অনেক ভালোবাসি।গরম ভাতের সাথে যে খেতে কি ভালো লাগে। ভর্তাটি দেখেই খাওয়ার খুব লোভ হচ্ছে ভাই।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ভাই।আমি সাধারণত পাটায় বেটে করি আজকে আপনি ব্লেন্ডারে করেছেন ব্যাপারটা আমার কাছে নতুন।

 last year 

পাটায় বাটা খুব কষ্টের,এই যুগে আর কেউ কষ্ট করতে চায় না।

 last year 

চান্দা মাছের ভর্তা আমার কখনো খাওয়া হয়নি।তবে চান্দা মাছের শুঁটকি ভর্তা অনেক খেয়েছি।যেকোনো ভর্তা খেতে খুবই ভালো লাগে আমার।গরম ভাতের সাথে এই ভর্তা খুবই ভালো লাগবে। আপনি আপনার পছন্দের ভর্তা রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

চান্দা মাছের ভর্তা একদিন খেয়ে দেখবেন চান্দা মাছের শুটকি থেকে এটি আরো বেশি মজা লাগে।আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমি এমনিতে চান্দা মাছ খেয়েছি কিন্তু আপনার মতো এভাবে ঘরোয়া পদ্ধতিতে ভর্তা খাওয়া হয়নি কখনো। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। আসলে সত্যি বলতে আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় এবং আমার কাছে আপনার প্রতিটি রেসিপি অনেক বেশি ভালো লাগে।

 last year 

আমার রেসিপিগুলো আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুবই খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

খুব সহজে দারুন একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। চান্দা মাছ এভাবে কখনো ভর্তা করে খাইনি। তবে দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। আমার কাছে যে কোন ভর্তা দিয়ে ভাত খেলে মনে হয় একটু বেশি খেয়ে ফেলি। আপনার রেসিপিটা ভীষণ ভালো লাগলো। বাড়িতে একদিন তৈরি করার চেষ্টা করব।

 last year 

জ্বী আপু বাড়িতে একদিন এভাবে চান্দা মাছ ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে খেয়েন।খেতে মজা লাগবে।

 last year 

এই চান্দা মাছ কাটার জন্য বেশি একটা খাওয়া হয়না। তবে আপনি খুবই সুন্দর ভাবে এই চান্দা মাছ দিয়ে ভর্তার রেসিপি তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

জি আপু একদিন এভাবে ট্রাই করে দেখবেন, এভাবে চান্দা মাছ ভর্তা বলে খেতে খুবই মজা লাগে।

 last year 

চান্দা মাছ ভর্তা অসাধারণ সুন্দর ও লোভনীয় হয়েছে। দারুণ ভর্তা করেছেন ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আমার।আপনি চান্দা মাছের ভর্তা টি ভীষণ লোভনীয় হয়েছে। খেতে অনেক লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি তা দেখেই বুঝতে পারছি।ধাপে ধাপে চান্দা মাছ ভর্তা পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

আপনাদের দেশের নানান জিনিসের ভর্তা আমার ভীষণ অভিনব লাগে৷ এতো রকম ভর্তা আমি তো ভাবতেই পারি না৷ চাঁদা মাছের সাধারণত তেঁতুল টক হয় আমাদের বাড়িতে তবে এই রেসিপিটি বেশ লাগল। এবার চাঁদা মাছ এলে অবশ্যই বানাবো।

 last year 

1000046303.jpg