লাল কাঁকড়া আর্ট❤️

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়। আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

মাঝে মাঝে কারণে অকারণে মানুষের মন খারাপ হয়ে যায়। আমার মনও ভীষণ খারাপ। কিছু কিছু কষ্ট আছে কাউকে বলার পরিস্থিতি থাকে না।মন খারাপের কারণ হিসেবে আবিস্কার করেছি শূন্যতা কোনকিছু শুন্যতা অনুভব করছি।
হয়তো সব কিছু একদিন ঠিক হয়ে যাবে হয়তো যাবে না।হয়তো ভালো ছিলাম আর তার থেকেও বেশি ভালো থাকবো হয়তো আরো খারাপ থাকবো সব সৃষ্টিকর্তার ইচ্ছে। এখন আস্তে আস্তে সবটা সৃষ্টিকর্তার হাতে তুলে দিয়েছি এবং যা হয় ভালোর জন্য হয় এই কথাটা নিজেকে বলে শান্তনা দেয়ার চেষ্টা করে চলছি।জানি না কতেটা নিজেকে শান্তনা দিয়ে রাখতে পারবল।চাপা কষ্ট নিয়ে বাকি গুলো দিন কাটবে এটা নিশ্চিত।
এতোদিন কোন কাজে মন আসাতে পারিনি তবে এখন চেষ্টা করছি মনোবল কাজের দিকে করার জন্য।
আজ খাতা পেন্সিল নিয়ে বসে পড়লাম লাল কাঁকড়া আর্ট করার জন্য।

তো চলুন দেখা যাক কেমন আর্ট পদ্ধতি।

IMG_20240806_222009.jpg

IMG_20240803_123948.png

PhotoCollage_1723383393212.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি সাদা কাগজে গোল করে এঁকে নিয়েছি।

IMG_20240811_193942.jpg

দ্বিতীয় ধাপ

এখন কাঁকড়ার চোখ এঁকেছি দুটো।

IMG_20240811_194100.jpg

তৃতীয় ধাপ

এখন কাঁকড়ার দুটো হাত বানিয়েছি।

PhotoCollage_1723383949659.jpg

চতুর্থ ধাপ

এখন কাঁকড়ার পা বানিয়েছি।

IMG_20240811_194714.jpg

পঞ্চম ধাপ

এখন কাঁকড়া হাসি হাসি মুখ বানিয়েছি।আসলে কাঁকড়া এই হাসোজ্জল মুখটির জন্য সুন্দর লাগছে দেখতে।

IMG_20240811_194926.jpg

ষষ্ঠ ধাপ

এখন কাঁকড়া টি লাল টুকটুকে করে কালার করে নিয়েছি বডিটা।

PhotoCollage_1723384378606.jpg

সপ্তম ধাপ

এখন কাঁকড়ার পা গুলো কালার করে নিয়েছি।

PhotoCollage_1723384730647.jpg

অষ্টম ধাপ

এখন হাত দুটো কালার করেছি এবং সব কালার করা হয়েছে ও পুরাপুরি ভাবে একটি কাঁকড়া কালার করা হয়েছে।

PhotoCollage_1723456384124.jpg

নবম ধাপ

এখন কাঁকড়াটি একটি পাথরের উপরে বসে আছে সেই পাথর তৈরি করেছি ও কালার করেছি।এভাবেই তৈরি হয়ে গেলো আমার লাল কাঁকড়া আর্ট পদ্ধতি।

PhotoCollage_1723456663792.jpg

ফাইনাল লুক

IMG_20240812_155853.jpg

IMG20240806215329.jpg

IMG20240806215326.jpg

IMG20240806215321.jpg
এই ছিলো আমার আজকের লাল কাঁকড়া আর্ট পদ্ধতি।
আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীআর্ট
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240812_163609.png

Sort:  
 8 months ago 

সত্যিই তাই মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায় আর তখন সবকিছুই বিষাদগ্রস্ত লাগে।কাজকর্ম কোনোকিছুতেই মন বসানো যায় না।যাইহোক কাজের মাধ্যমে আবারও সবকিছু ঠিক হয়ে যাবে এটাই প্রত্যাশা করি।লাল কাঁকড়া টি দেখতে খুবই চমৎকার লাগলো। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছো।সবমিলিয়ে অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ।

 8 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 8 months ago 

বেশ দারুণভাবে লাল কাঁকড়ার আর্ট করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার এই কাকড়ার আর্ট করতে দেখে। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার আর্ট করা। আশা করব এভাবে সুন্দর সুন্দর আরও আর্ট নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হবেন।

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া উৎসাহিত করার জন্য।

 8 months ago 

সমুদ্রের পাড়ে লাল কাঁকড়া দেখতে খুবই সুন্দর লাগে। আপনার লাল কাঁকড়া আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 8 months ago 

হ্যাঁ ভাইয়া সমুদ্রের পাড়ে লাল কাঁকড়া দেখতে চমৎকার হয়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 8 months ago 

লাল কাঁকড়ার অনেক সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি যেভাবে এই জিনিসটা অংকন করেছেন তা দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 8 months ago 

খুব সুন্দর লাল কাঁকড়ার আর্ট করেছেন। কাকড়ার কালার টা খুব আকর্ষণীয় লাগছে দেখতে। আর বেশ কিউট লাগছে কাঁকড়ার টা দেখতে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 8 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন লাল কাঁকড়া আর্ট তৈরি করে। আসলে আমাদের দেশে সচরাচর লাল কাঁকড়া দেখা যায় না বললেই চলে। তবে কক্সবাজার এলাকার দিকে লাল কাঁকড়া দেখা যায়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 8 months ago 

একদমই ঠিক বলেছেন কক্সবাজারে অধিক পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়।

 8 months ago 

আপু খুব সুন্দর করে একটি লাল কাঁকড়া আর্ট করে আমাদের মাঝে শেয়ার করলেন। যেকোনো কিছু আট দেখতে আমার অনেক ভালো লাগে। আজ আপনার লাল কাকড়ার আর্টটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। লাল কাঁকড়ার মধ্যে কালার কম্বিনেশন খুব সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য দেখতে আরো সুন্দর লাগছে।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 8 months ago 

এটা ঠিক যে ভালো থাকা মন্দ থাকা সব সৃষ্টিকর্তার ইচ্ছে। যাইহোক আপনি খুব সুন্দর একটি কাঁকড়া আর্ট করছেন।কাঁকড়া টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু।বিশেষ করে তার চোখ গুলো দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 7 months ago 

বাহ্ কত সহজে সুন্দর একটি লাল কাঁকড়া আর্ট করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকটা ধাপ খুব সহজভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।