লাল কাঁকড়া আর্ট❤️
হ্যালো,
মাঝে মাঝে কারণে অকারণে মানুষের মন খারাপ হয়ে যায়। আমার মনও ভীষণ খারাপ। কিছু কিছু কষ্ট আছে কাউকে বলার পরিস্থিতি থাকে না।মন খারাপের কারণ হিসেবে আবিস্কার করেছি শূন্যতা কোনকিছু শুন্যতা অনুভব করছি।
হয়তো সব কিছু একদিন ঠিক হয়ে যাবে হয়তো যাবে না।হয়তো ভালো ছিলাম আর তার থেকেও বেশি ভালো থাকবো হয়তো আরো খারাপ থাকবো সব সৃষ্টিকর্তার ইচ্ছে। এখন আস্তে আস্তে সবটা সৃষ্টিকর্তার হাতে তুলে দিয়েছি এবং যা হয় ভালোর জন্য হয় এই কথাটা নিজেকে বলে শান্তনা দেয়ার চেষ্টা করে চলছি।জানি না কতেটা নিজেকে শান্তনা দিয়ে রাখতে পারবল।চাপা কষ্ট নিয়ে বাকি গুলো দিন কাটবে এটা নিশ্চিত।
এতোদিন কোন কাজে মন আসাতে পারিনি তবে এখন চেষ্টা করছি মনোবল কাজের দিকে করার জন্য।
আজ খাতা পেন্সিল নিয়ে বসে পড়লাম লাল কাঁকড়া আর্ট করার জন্য।
তো চলুন দেখা যাক কেমন আর্ট পদ্ধতি।
প্রথম ধাপ
প্রথমে একটি সাদা কাগজে গোল করে এঁকে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন কাঁকড়ার চোখ এঁকেছি দুটো।
তৃতীয় ধাপ
এখন কাঁকড়ার দুটো হাত বানিয়েছি।
চতুর্থ ধাপ
এখন কাঁকড়ার পা বানিয়েছি।
পঞ্চম ধাপ
এখন কাঁকড়া হাসি হাসি মুখ বানিয়েছি।আসলে কাঁকড়া এই হাসোজ্জল মুখটির জন্য সুন্দর লাগছে দেখতে।
ষষ্ঠ ধাপ
এখন কাঁকড়া টি লাল টুকটুকে করে কালার করে নিয়েছি বডিটা।
সপ্তম ধাপ
এখন কাঁকড়ার পা গুলো কালার করে নিয়েছি।
অষ্টম ধাপ
এখন হাত দুটো কালার করেছি এবং সব কালার করা হয়েছে ও পুরাপুরি ভাবে একটি কাঁকড়া কালার করা হয়েছে।
নবম ধাপ
এখন কাঁকড়াটি একটি পাথরের উপরে বসে আছে সেই পাথর তৈরি করেছি ও কালার করেছি।এভাবেই তৈরি হয়ে গেলো আমার লাল কাঁকড়া আর্ট পদ্ধতি।
ফাইনাল লুক

এই ছিলো আমার আজকের লাল কাঁকড়া আর্ট পদ্ধতি।
আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
টাটা
| পোস্ট | বিবরণ |
|---|---|
| পোস্ট তৈরি | @shapladatta |
| শ্রেণী | আর্ট |
| ডিভাইস | OppoA95 |
| লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।



















সত্যিই তাই মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায় আর তখন সবকিছুই বিষাদগ্রস্ত লাগে।কাজকর্ম কোনোকিছুতেই মন বসানো যায় না।যাইহোক কাজের মাধ্যমে আবারও সবকিছু ঠিক হয়ে যাবে এটাই প্রত্যাশা করি।লাল কাঁকড়া টি দেখতে খুবই চমৎকার লাগলো। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছো।সবমিলিয়ে অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বেশ দারুণভাবে লাল কাঁকড়ার আর্ট করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার এই কাকড়ার আর্ট করতে দেখে। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার আর্ট করা। আশা করব এভাবে সুন্দর সুন্দর আরও আর্ট নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হবেন।
ধন্যবাদ ভাইয়া উৎসাহিত করার জন্য।
সমুদ্রের পাড়ে লাল কাঁকড়া দেখতে খুবই সুন্দর লাগে। আপনার লাল কাঁকড়া আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
হ্যাঁ ভাইয়া সমুদ্রের পাড়ে লাল কাঁকড়া দেখতে চমৎকার হয়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
লাল কাঁকড়ার অনেক সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি যেভাবে এই জিনিসটা অংকন করেছেন তা দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
খুব সুন্দর লাল কাঁকড়ার আর্ট করেছেন। কাকড়ার কালার টা খুব আকর্ষণীয় লাগছে দেখতে। আর বেশ কিউট লাগছে কাঁকড়ার টা দেখতে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন লাল কাঁকড়া আর্ট তৈরি করে। আসলে আমাদের দেশে সচরাচর লাল কাঁকড়া দেখা যায় না বললেই চলে। তবে কক্সবাজার এলাকার দিকে লাল কাঁকড়া দেখা যায়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।
একদমই ঠিক বলেছেন কক্সবাজারে অধিক পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়।
আপু খুব সুন্দর করে একটি লাল কাঁকড়া আর্ট করে আমাদের মাঝে শেয়ার করলেন। যেকোনো কিছু আট দেখতে আমার অনেক ভালো লাগে। আজ আপনার লাল কাকড়ার আর্টটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। লাল কাঁকড়ার মধ্যে কালার কম্বিনেশন খুব সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য দেখতে আরো সুন্দর লাগছে।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
এটা ঠিক যে ভালো থাকা মন্দ থাকা সব সৃষ্টিকর্তার ইচ্ছে। যাইহোক আপনি খুব সুন্দর একটি কাঁকড়া আর্ট করছেন।কাঁকড়া টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু।বিশেষ করে তার চোখ গুলো দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ্ কত সহজে সুন্দর একটি লাল কাঁকড়া আর্ট করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকটা ধাপ খুব সহজভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।