ঘূর্ণিঝড় রেমেল এর প্রভাব

in #cyclone7 months ago

কুকুরের ছানারা নাকি পেয়াজের দাম বাড়াইয়া দিছে। এদিকে কোন কোন আমদানিকারকরা বয়কট ইন্ডিয়ার কবলে পড়ে পেয়াজ না আনার সিদ্ধান্ত নিয়েছে।

কাচামরিচ আছে বিপদে, দেশীয় উৎপাদন মৌসুমের শেষের দিকে হওয়ায় মরিচ অনেকটা নাই বললেই চলে। এরপর এই #রেমেলের
FB_IMG_17168046693456219.jpg
প্রভাবে কাচামরিচ কোন লেভেলে গিয়ে আটকায়, আল্লাহ আল্লাহ করেন। মানুষতো রসুন, আদা খাওয়া বাদই দিছে এখন।

সবজির এক খারাপ ক্রাইসিসে পড়বে বাংলাদেশ আগামি মাস তিনেক। শুধু খারাপ না, দেশের ইতিহাসে রেকর্ড করবে কোন কোন সবজির দাম।