রাতে বাইক রাইড করার সময় যদি দেখেন ফাঁকা রাস্তার ধারে ফোন পড়ে আছে এবং

in #dakat3 months ago (edited)

সেটিতে ফ্ল্যাশ লাইট জ্বলছে,,, তাহলে ভুলেও বাইক থেকে নেমে ফোনটি নিতে যাবেন না.......❌‼️ ❌

এটা কিন্তু এক ধরনের ট্রাপ বা ছিনতাই করার কৌশল......‼️
আপনি যদি বাইক থেকে নেমে ফোনটি নিতে যান,, তাহলে আশেপাশের লুকিয়ে থাকা ছি
নতাই_কারী অথবা ডাকাত দল এসে আপনাকে ঘিরে ফেলে,, আপনার কাছে থাকা সর্বস্ব ছিনিয়ে নেবে...‼️

8166.jpg

তাই রাতের বেলা এরকম লোভনীয় ফাঁদে পা বাড়াবেন না। অথবা খেয়াল করে দেখলেন যে,, সেখানে ফোনের পরিবর্তে একটি ব্যাগ পড়ে আছে, কিংবা অন্য কোন সামগ্রী পড়ে থাকতে দেখতে পারেন।
কিন্তু মনে রাখবেন এগুলো হচ্ছে ছিনতাই_কারী অথবা ডাকাত দলের পাতানো এক ধরনের ফাঁদ।

তাই অনা-কাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচতে রাতের বেলা এরকম লোভনীয় কোন ফাঁদে কখনোই পা দিবেন না।।