আমি আপনাদের মাঝে ঘুরা ঘুরি নিয়ে পোস্ট শেয়ার করছি আশা করি ভালো লাগবে।

in #dao3 months ago

আসসালামুআলাইকুম

‎সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। এবং আমিও অনেক ভালো আছি আজকে দিয়ে দুইদিন আপনাদের মাঝে এস্টিমেটে হাজির হচ্ছি আমি আসলে প্রথম প্রথমে এখানে কাজ করার ফিলিংসটা একটু অন্যরকম কিন্তু আমি প্রথম প্রথম কিছুই ভালোভাবে বুঝতে পারছি না আশা করি আপনারা আমার নতুন একটা জায়গায় এসে আমি কাজ করতে পেরে ভালো লাগছে এবং আপনারা আমার এই সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমি যেন ভালভাবে আপনাদের এখানে কোনটি নিয়ম পোস্ট করতে পারি ইস্টিমেটে। এবং আমি ও চাই আপনাদের মাঝে আমি নিয়মিত পোস্ট করি এবং আপনাদের মাঝে আমি নিয়মিত হাজির হই আসলে আমি নতুন ইউজার তাই আর কি আপনাদের মাঝে আমি হাজির হতে পারছি কিন্তু ভালোভাবে কিছুই বুঝতে পারছি না যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি কিছুই বুঝতে পারছি না আর যদি আমার পোস্টটিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমার পোস্টটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই আর কি আমি আপনাদের মাঝে আজকে আমার কিছু ছবি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে।

2FFvzA2zeqoVPgRCnRzbu6rj6tCWHWVCA9ZaKB4Zq9ymXSdc1JsYdadRtxQFEtTMKaUyY7KnKWnZE3rr9J6KnWqeNdeg7LDQSkQ2apaLZhfLm9GUY51qVRekkmQ38.jpeg

2FFvzA2zeqoVPgRCnRzbu6rj6tCWHWVCA9ZaKB4Zqw7cvx6ujbQbomTCgViyjwogcvnNgJpCd23iy49WYrvavwHJxf8XzUoqYTzTdqKaqpT5pPEKg3RVmPWJSvXR8.jpg

‎আসলে আমি ঘোরাঘুরি করতে ভালোবাসি তাই আর কি আমি আপনাদের মাঝে আমি কিছু আমার ঘোরাঘুরি করার কিছু সুন্দর সুন্দর ছবি আমি ঘুরতে গিয়েছিলাম আমাদের গিরামের একটু দূরে যেখানকার নাম ছিল আক্কাস ভ্যালি পার্কে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে কিছু সুন্দর আমার ছবি শেয়ার করছি যা আশা করি আপনাদের মাঝে আমি ছবিগুলো শেয়ার করতে পেরে ভালো লাগবে আমি পড়ালেখা করি তার পাশাপাশি আপনাদের মাঝে আমি চলে এসে সিস্টেমে নতুন একটা জায়গায় আপনাদের মাঝে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগবে নতুন একটা জায়গায় আমার অসাধারণ লাগছে এসে কিন্তু আফসোস আমি কিছুই ভালোভাবে বুঝতে পারছি না যদি আপনারা আমাকে হেল্প করেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যাব। এবং আমি নিয়মিত আপনাদের মাঝে হাজির হবো নতুন নতুন পোস্ট নিয়ে। ‎

2FFvzA2zeqoVPgRCnRzbu6rj6tCWHWVCA9ZaKB4ZpzQFDHVptELWQL59rtH3V4Dp97dqdxENodJ7JWUqwdH4rof3p22wqVqDHPpFYvxTm1FZ54ZBEB9vDdtExw3Ft.jpeg

2FFvzA2zeqoVPgRCnRzbu6rj6tCWHWVCA9ZaKB4ZpgusYNGGLZm3ng47zaStc2kUUt6Ge7mvvVgoJv9TW9qibq9wXf9yFo22MXkUkQK9DKVns7xXdiLCxhvsYa1pi.jpeg