Lovely photogaphy
আজ একটা ডাকাতের গল্প আপনাদের মাঝে শেয়ার করব আসলে ডাকাতি বলতে এটা পরিভাবে জাতীয় বলা যায় না চুড়ির মতোই বলতে গেলে এক বাড়িতে দুজন বৃদ্ধ মানুষ বসবাস করেন সেখানে শুধুমাত্র দুজনই থাকে অন্য কেউ থাকে না তাদের সন্তান-সন্ততি সবাই বাইরে থাকে যাইহোক তারপর হঠাৎ একদিন রাতের বেলা ঘরের চালের ডিম কেটে কিছু লোক ভিতরে ঢুকে পড়ে।
তবে ঘরের লোকজন কিছুই বুঝতে পারে না এর কারণ হলো পূর্বেই তাদেরকে খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল এজন্য তারা অচেতন অবস্থায় ঘুমিয়ে গিয়েছে।এভাবে তারা দুই ঘরের মানুষকেই অচেতন অবস্থায় করে ফেলেছে মূলত এর সুযোগ পেয়েছে যেহেতু তারা হুজুর ছিল সে হিসেবে বিভিন্ন রকম মানুষজন তাদের কাছে আসা-যাওয়া করতো।
এবং বিভিন্ন রকম তাবিজ করে নিত সেই সুযোগে কিছু মহিলা তাদের খাবারের মধ্যেই কিছু মিশিয়ে দিয়েছিল আর তারপর তারা রাতের খাবার খেয়ে সবাই অচেতন হয়েই পড়েছিল যাইহোক প্রথম যে ঘরে ঢুকেছে সেই ঘর থেকে তেমন কিছুই পায়নি পরবর্তীতে অন্য ঘরে গিয়ে কিছু স্বর্ণ লাগবে এবং মহিলাদের কানে থাকা কিছু গয়না নিয়ে গিয়েছিল
তবে ভাগ্যের বিষয় ছিল এরা কোনরকম খারাপ কিছু করে যায়নি শুধুমাত্র খাওয়ার এই কিছু মিশিয়েছে যেটা আসলে শরীরের জন্য ক্ষতিকর হলেও প্রান্ত বেঁচে গিয়েছে যাই হোক এই বড় ধরনের চুরি বা ডাকাতি থেকে সবাই যেন রক্ষা পায় এবং সবাই সচেতন হওয়া দরকার।
তো কথা না বাড়িয়ে বিদায় নিতে হবে আজকে বর্ষা বৃষ্টি এবং এই টাকার দলের শ্রদ্ধায় যারা আছে তারাও এই বৃষ্টিতে উন্মাদনা আছে আর যাই হোক কথা না বাড়িয়ে বিদায় নিতে হবে অন্য কিছু আনব। ভিডিও কিছু তুলে ধরব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ।
বিভাগ | পোস্ট। |
---|---|
ডিভাইস | realme |
বিষয় | ব্লগ |
লোকেশন | ঢাকা, বাংলাদেশ। |
কভার | @username91 |
_
_
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @username91 আমি একজন বাংলাদেশী। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আমার শখের বিভিন্ন সেট আছে যা আমাকে সৃজনশীলভাবে নিযুক্ত রাখে এবং শারীরিকভাবে সক্রিয় রাখে। আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি, যা আমাকে বিভিন্ন জগতে এবং চ্যালেঞ্জের মধ্যে ডুব দিতে দেয়। ক্রিকেট আমার আরেকটি আবেগ; এটি শুধুমাত্র একটি খেলা নয়, ফিট থাকার এবং দলের মনোভাব উপভোগ করার একটি রোমাঞ্চকর উপায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রতি আমার ভালবাসা আমাকে ক্যাপচার করতে এবং সুন্দর মুহূর্তগুলি তৈরি করতে দেয়, সাধারণ দৃশ্যগুলিকে অসাধারণ স্মৃতিতে পরিণত করে। আমার ব্লগের মাধ্যমে, আমি আমার গেমিং অভিজ্ঞতা, ক্রিকেট অ্যাডভেঞ্চার, এবং ভিজ্যুয়াল গল্প বলা, অনুপ্রাণিত করার আশায় এবং অন্যদের সাথে যারা একই ধরনের আগ্রহ শেয়ার করে তাদের সাথে সংযোগ স্থাপন করি।আল্লাহ হাফেজ। 💥