জেনারেল রাইটিং:"বিচ্ছেদ খুবই কষ্টের একটি নমুনা"

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী অনুভূতি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

জেনারেল রাইটিং:"বিচ্ছেদ খুবই কষ্টের একটি নমুনা"

free-photo-of-a-bike-is-parked-against-a-red-wall.jpeg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে আমার নিজস্ব অনুভূতি শেয়ার করবো।বিচ্ছেদ মানুষের জীবনের কষ্টকে তুলে ধরে, নতুনভাবে চলার অনুপ্রেরণা দেয়।এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি। যাইহোক তো চলুন শুরু করা যাক----

বিচ্ছেদ অর্থাৎ আলাদা হওয়াকে বোঝায়।একে অপরের নিকট থেকে দূরে সরে যাওয়ার নাম-ই বিচ্ছেদ।বিচ্ছেদের কোনো নির্দিষ্ট কারন থাকে না।নানা কারণে মানুষ বিচ্ছেদের পথকে বেছে নেয়।

সৃষ্টিকর্তার লীলা বোঝা যেমন কঠিন তেমন মানুষের মন বোঝাও খুবই কঠিন।মানুষের এলোমেলো মনে কখন কে এসে বাসা বাঁধবে সেটা বলা দায়।আসলে বিচ্ছেদের নানা কারণের মধ্যে আপনজন থেকে দূরে সরে যাওয়ার ঘটনাটি বেশি লক্ষণীয়।এই বিচ্ছেদ ঘটনাটি এখন চরম পর্যায়ে রূপ নিয়েছে।আসলে বর্তমানে মানুষের মধ্যে ধৈর্য্যের পরিমাণ অনেক কমে গিয়েছে।

ধৈর্য্য ধারণ করা বড় একটি গুন।কিন্তু দিন দিন ধৈর্য্য কমে যাচ্ছে মানুষের ভিতর থেকে আর পশুত্ব ভাবটা বেশি জাগ্রত হচ্ছে।বর্তমানে ভালোবাসার ক্ষেত্রে এই বিচ্ছেদ বেশি দেখা যাচ্ছে।খুবই সাধারণ একটি বিষয় নিয়ে মানুষ বড় কোনো ইস্যু তৈরি করে দুজনের ভালো সম্পর্ককে নষ্ট করে ফেলছে নিমিষেই।যেকোনো বিচ্ছেদ অনেক কষ্টের ও যন্ত্রণার।এই বিচ্ছেদকে ঘিরে তৈরি হয় তাই নানা সমস্যা।

বিচ্ছেদ হলো একটি সাইকেলের দুটি চাকার মতো দুই প্রান্তে ভাগ হয়ে যাওয়া।হয়তো তাদের ভাবনাগুলো একই কিন্তু হৃদয় ভেঙে দুই টুকরোতে পরিণত হয়েছে।প্রকৃত ভালোবাসায় একটি বিচ্ছেদ ভুলতে মানুষের কয়েক যুগ লেগে যায়।তবুও মন কিছুতেই মানতে পারে না ,আবার বর্তমানে বিচ্ছেদকে খুব সহজেই বিদায় জানিয়ে অনেকে পা বাড়াচ্ছেন একের পর এক নতুনের পথে।

বিচ্ছেদের আগুন নেভানো খুবই কঠিন।মায়া তার মধ্যে অন্যতম ভূমিকা পালন করে।ঠিক যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা, বিচ্ছেদের আগুনে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।মায়া কখনো ভুলে থাকা যায় না, মায়ার বাঁধন মানুষের মনে এক পুনরাবৃত্তি করে।আর গভীর মায়া জড়ানো থেকেই প্রতিশোধের চিন্তা চলে আসে মানুষের মাথায়।যখন বিচ্ছেদ শব্দটি চরমে পৌঁছে যায় তখন একটি মানুষ নানা ভুল কাজে লিপ্ত হয়ে পড়ে।সঠিক ও ভুল বিবেচনা করার মতো ক্ষমতা তখন তার মধ্যে থাকে না।

একটি সম্পর্ক গড়ে তুলতে কয়েক বছর পার হয়ে যায়।কিন্তু সেই সুন্দর গড়ে ওঠা সম্পর্কগুলি ছোট্ট ভুলে বিচ্ছদ হতে পারে খুব সহজেই।তাই বিচ্ছেদ শব্দের খাতায় নাম লিপিবদ্ধ করার আগে অনেক ভাবনার প্রয়োজন হয়।কারন বিচ্ছিন্ন জীবন কখনো ভালো কিছু বয়ে আনে না,শুধুই যন্ত্রণা ও কষ্টের সাগরে ভাসায়।তাই এই বিচ্ছেদ থেকে দূরে থাকা প্রয়োজন সকলের-ই। ।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Thanks.

 last year 

হ্যাঁ মানুষের ধৈর্য শক্তিটা সবচেয়ে বড় গুণ এবং এটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। যাদের ধৈর্য রয়েছে তাদের মধ্যে জ্ঞান রয়েছে। আর যারা ধৈর্য ধারণ করতে পারে না প্রতিপক্ষ ভাবে চলে তাদের এমনটাই হতে পারে। যাহোক দারুন একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। আমি মনে করি এই সমস্ত পোস্টগুলো জনসচেতন মূলক।

 last year 

আর যারা ধৈর্য ধারণ করতে পারে না প্রতিপক্ষ ভাবে চলে

আমিও একমত ভাইয়া, যাদের মধ্যে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা নেই তারা সবসময় প্রতিপক্ষভাবে গড়ে তোলে নিজেদেরকে।ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রিয় যে কোন কিছুরই বিচ্ছেদ খুবই কষ্টকর। আর সেই বিচ্ছেদ যদি প্রিয় মানুষটির সঙ্গে হয় তাহলে তো আরো বেশি কষ্টকর হয়। বিচ্ছেদ নিয়ে খুব সুন্দর লিখেছেন আপু। তাছাড়া উদাহরণগুলো চমৎকার হয়েছে। সব মিলিয়ে খুব ভালো লেগেছে আপনার পোস্টটি পড়তো।

 last year 

সময় নিয়ে আমার পোষ্টটি পড়ে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

এই পৃথিবীতে মানুষ কত রকমের সমস্যার সম্মুখীন হয়।প্রিয় মানুষটির সাথে বিচ্ছেদ অনেক কষ্ট ও যন্ত্রণাদায়ক। ঠিক বলেছেন একে অপরের কাছ থেকে সরে যাওয়ার নামই বিচ্ছেদ।তবে বিচ্ছেদে ধৈর্য ধারণ করাও একটি বড় গুণ।বিচ্ছেদ নিয়ে বেশ দারুণ একটি পোস্ট করেছেন পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।

 last year 

আগে যদি ধৈর্য্য ধারণ করা যায় তাহলে জীবনে আর বিচ্ছেদ আসতে পারে না, ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 last year 

হ্যাঁ আপু ঠিক বলেছেন বর্তমানে মানুষের ধৈর্যের বাঁধ অনেক কম। আসলে বিচ্ছেদ এমন একটি জিনিস আপন জন থেকে মানুষকে দূরে নিয়ে যায়। আর এই বিচ্ছেদের কারণে আপন মানুষ দূর থেকে অনেক দূরে চলে যায়। তবে বর্তমান সময়ে অনেক কারণে বিচ্ছেদ হয়ে থাকে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 last year 

বর্তমানে বিচ্ছেদের মাত্রা চরমে উঠেছে ভাইয়া, ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 last year 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে মানুষের জীবনে কোন কিছু গড়ে তোলার মত যে সুন্দর আর কিছুই হতে পারে না৷ তবে বিচ্ছেদ মানুষের জীবনের একটা বড় ক্ষতি করে দেয়৷ কারণ মানুষের সম্পর্ক যতদিন টিকে থাকবে ততদিনে মানুষের জীবন সুন্দর হবে৷ যখন থেকে বিচ্ছেদ শুরু হয়ে যাবে তখন থেকেই তাদের জীবনের একটা অংশ একেবারেই খারাপ পরিস্থিতিতে চলে যাবে৷ ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷

 last year 

মানুষের সম্পর্ক যতদিন টিকে থাকবে ততদিনে মানুষের জীবন সুন্দর হবে৷

অনেক সুন্দর বলেছেন, আসলে সম্পর্ক টিকিয়ে রাখতে পারলেই বিচ্ছেদ হবে না।ধন্যবাদ আপনাকে।