DIY || এসো নিজে করি || কার্ডবোর্ড আর রঙিন পেপার দিয়ে লাভের শোপিস তৈরি ১০% @shy-fox এর জন্য
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা শোপিস বানিয়ে দেখাবো। এরকম শোপিস গুলো বানাতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম শোপিস গুলো বানাতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু বানাতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা শোপিস বানিয়ে দেখাবো। তাই আজকে আমার নিজের হাতে শোপিস বানিয়ে আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই ওয়ালমেট।
উপকরণ :
✓ রঙিন পেপার
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ কাঁচি
✓ ঘাম
বিবরণ :
ধাপ ১ :
প্রথমে একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ডের উপরে পেন্সিল দিয়ে একটা বৃত্ত এঁকে নিলাম। তারপর কাছে দিয়ে সেই বৃত্ত টাকে সুন্দর করে কেটে দিলাম।
ধাপ ২ :
তারপর চিকন করে আরও একটা গোল কার্ডবোর্ড কেটে নিলাম।
ধাপ ৩ :
তারপর সেই কার্ডবোর্ড দুটোকে কালো রং দিয়ে সুন্দর করে এবং করে নিলাম।
ধাপ ৪ :
তারপর একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর রঙিন পেপার টা কে ভাঁজ করে গোল করে কেটে নিলাম।
ধাপ ৫ :
তারপর সেই গোল রঙিন পেপার টা কেও মাঝখানে কোয়েলের মত করে কেটে নিলাম।
ধাপ ৬ :
তারপর সেই গোল চিকন রঙিন পেপারটাকে আস্তে আস্তে পেঁচিয়ে নিলাম। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে অনেকগুলো ছোট ছোট গোলাপ ফুলের মতো করে তৈরি করে নিলাম।
ধাপ ৭ :
তারপর বাঁকা গোল কার্ডবোর্ডের উপরে ঘাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের উপরে ছোট ছোট গোলাপ ফুল গুলোকে একে একে লাগিয়ে নিলাম।
ধাপ ৮ :
তারপর আরো একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ডের উপরে ছোট একটা লাভ এঁকে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিলাম।
ধাপ ৯ :
তারপর আরো একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপার টা কে ভাঁজ করে কার্ডবোর্ডের লাভের মাঝে কেটে নিলাম।
ধাপ ১০:
তারপর সেই রঙিন পেপার দুটোকে কার্ডবোর্ডের উপরে লাগিয়ে নিলাম। তারপর লাভের মাথায় একটা সুতা লাগিয়ে নিলাম।
ধাপ ১১:
তারপর সেই গোলাপ ফুল গুলোর উপরে লাভের সুতাটাকে ঘাম দিয়ে সুন্দর করে লাগিয়ে নিলাম।
ধাপ ১২:
তারপর সেই লাভের মধ্যে কালো রং দিয়ে দুটো নামের অক্ষর লিখে নিলাম। তখন গোলাপ ফুল গুলোর মাঝখানে লাভটা ঘুরতে থাকে।
শেষ ধাপ :
এইভাবে অনেক সুন্দর একটা লাভের সোফিস তৈরী করে নিলাম। আশাকরি আপনাদের সকলের আমার তৈরি এই শোপিস খুবই পছন্দ হবে।
শোপিস সহ আমার একটি ছবি
আমার পরিচয় |
|---|
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।







































আপনার তৈরি লাভ ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
আপনার তৈরি লাভের তৈরি সো পিসটি অনেক সুন্দর হয়েছে।মাঝের ফুলগুলো ও আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন। আপু।সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপু
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
অসাধারণ হয়েছে আপু। এত সহজেই যে এত সুন্দর একটি শোপিচ তৈরি করা যায় তা আগে জানতাম না। আপনার শোপিচ টি ঘরে সাজিয়ে রাখলে দারুন লাগবে। অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি শোপিচ তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
সত্যিই শোপিস ঘরে সাজানোর কারণে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল।
আপু আপনি অনেক সুন্দর ভাবে শোপিসটি বানিয়েছেন। দেখতে অনেক সুন্দর লাগছে।কালারটা ও বেশ মানিয়েছে।ধন্যবাদ আপনাকে।
শোপিসটা দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আর্ট এর পাশাপাশি আপনি অনেক সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করেন। অত্যন্ত নিখুঁতভাবে ফুলগুলি তৈরি করেছে এবং এর মাঝখানে ঝুলন্ত লাভের শেপটিকে খুবই দারুন লাগছে দেখতে। গাছের ডালের উপরে রেখে যে ছবিটি তুলেছেন সেটিতে খুবই চমৎকার দেখাচ্ছে শোপিসটিকে। এত সুন্দর একটি শোপিস আমাদের মাঝে উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
আসলেই শোপিস তৈরি করতে আমারও খুবই ভালো লেগেছে। অনেক শুভেচ্ছা নিবেন
আপনার বানানো লাভের সোপিস টা অত্যান্ত সুন্দর হয়েছে।আপনি প্রতিটা ধাপ গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ আপনাকে
ওয়াও অনেক সুন্দর আপনার তৈরি করা শোপিচ টি। দেখে আমার মন ছুয়ে গেল আপু। ফুল গুলো দেখতে অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
আপু খুবই সুন্দর একটি শোপিস তৈরি করেছেন দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে সবচাইতে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। প্রতিটা ধাপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
অসংখ্য ধন্যবাদ ভাইয়া