Diy-"খেজুর গাছের চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy-খেজুর গাছের চিত্র অঙ্কন:

IMG_20251214_082110.jpg

বন্ধুরা,শীতকাল চলে এসেছে বলাই যায়।কারন ইদানীং বেশ হাড় কাঁপানো শীত পড়ছে।আর এই শীতকালের সবথেকে জনপ্রিয় বিষয় হচ্ছে খেজুর রস খাওয়া রোদ্রে বসে।এই অনুভূতিগুলি যেন দিন দিন বিলীন হয়ে যাচ্ছে।তবুও এটি বারেবারে ফিরে আসে কাগজে ও কলমে হাতের পারদর্শীতে।তাই যেহেতু প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি সেহেতু আজ একটি খেজুর গাছের চিত্র একে ফেললাম।আজকের এই আর্টটি আশা করি আপনাদের সকলের কাছে বেশ ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20251214_082122.jpg

উপকরণসমূহ:

1.রঙিন মার্কার পেন
2.রঙিন জেল পেন
3.কালো বলপেন

IMG_20251213_054231.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20251213_054247.jpg
প্রথমে আমি একটি কালো রঙের বলপেন খেজুর গাছ একে নেব।

ধাপঃ 2

IMG_20251213_054303.jpg
এখন খেজুর গাছের গুড়ির পাশে আগাছা একে নেব এবং আমার হাতের ছবি তুলে নেব ফোনের মাধ্যমে।

ধাপঃ 3

IMG_20251213_054334.jpg
এবারে গাছের পাতার ডাটিগুলি একে নেব এবং একটি মাটির ভাঁড় একে নেব।

ধাপঃ 4

IMG_20251213_054346.jpg
এরপর কমলা রঙের জেল পেন দিয়ে খেজুর গাছের মধ্যে কালার করে নেব।

ধাপঃ 5

IMG_20251213_054358.jpg
এবারে গাছের গুড়ির নীচে হালকা ও গাড় সবুজ রঙের আগাছাগুলি কালার করে একে নেব।তারপর হলুদ রঙের জেল পেন দিয়ে ভাঁড়ের গায়ে কালার করে নেব।

শেষ ধাপঃ

IMG_20251213_054413.jpg
এখন গাড় সবুজ রঙের মার্কার পেন দিয়ে গাছের পাতাগুলি ও হালকা সবুজ রং দিয়ে পাতার ডাটিগুলি একে নেব।সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20251213_054457.jpg

IMG_20251213_054552.jpg

IMG_20251213_054514.jpg

তো অঙ্কন করা হয়ে গেল আমার খেজুর গাছের চিত্র অঙ্কন।এই আর্টটি করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 4 days ago 

বাহ খুব সুন্দর একটি খেজুর গাছের আর্ট করলেন। খেজুর গাছের আর্ট দেখে মনে হচ্ছে একেবারে সত্যিকারের একটি খেজুর গাছ বসে আছে। আপনার এই আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খেজুর গাছের পাতাগুলো ভীষণ ভালো লেগেছে দেখে। খুবই সুন্দর একটি আর্ট করেছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 yesterday 

ধন্যবাদ আপু,উৎসাহ দেওয়ার জন্য।