Diy-"খেজুর গাছের চিত্র অঙ্কন"
নমস্কার
Diy-খেজুর গাছের চিত্র অঙ্কন:
বন্ধুরা,শীতকাল চলে এসেছে বলাই যায়।কারন ইদানীং বেশ হাড় কাঁপানো শীত পড়ছে।আর এই শীতকালের সবথেকে জনপ্রিয় বিষয় হচ্ছে খেজুর রস খাওয়া রোদ্রে বসে।এই অনুভূতিগুলি যেন দিন দিন বিলীন হয়ে যাচ্ছে।তবুও এটি বারেবারে ফিরে আসে কাগজে ও কলমে হাতের পারদর্শীতে।তাই যেহেতু প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি সেহেতু আজ একটি খেজুর গাছের চিত্র একে ফেললাম।আজকের এই আর্টটি আশা করি আপনাদের সকলের কাছে বেশ ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণসমূহ:
2.রঙিন জেল পেন
3.কালো বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1

প্রথমে আমি একটি কালো রঙের বলপেন খেজুর গাছ একে নেব।
ধাপঃ 2

এখন খেজুর গাছের গুড়ির পাশে আগাছা একে নেব এবং আমার হাতের ছবি তুলে নেব ফোনের মাধ্যমে।
ধাপঃ 3

এবারে গাছের পাতার ডাটিগুলি একে নেব এবং একটি মাটির ভাঁড় একে নেব।
ধাপঃ 4

এরপর কমলা রঙের জেল পেন দিয়ে খেজুর গাছের মধ্যে কালার করে নেব।
ধাপঃ 5

এবারে গাছের গুড়ির নীচে হালকা ও গাড় সবুজ রঙের আগাছাগুলি কালার করে একে নেব।তারপর হলুদ রঙের জেল পেন দিয়ে ভাঁড়ের গায়ে কালার করে নেব।
শেষ ধাপঃ

এখন গাড় সবুজ রঙের মার্কার পেন দিয়ে গাছের পাতাগুলি ও হালকা সবুজ রং দিয়ে পাতার ডাটিগুলি একে নেব।সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার খেজুর গাছের চিত্র অঙ্কন।এই আর্টটি করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|









Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
বাহ খুব সুন্দর একটি খেজুর গাছের আর্ট করলেন। খেজুর গাছের আর্ট দেখে মনে হচ্ছে একেবারে সত্যিকারের একটি খেজুর গাছ বসে আছে। আপনার এই আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খেজুর গাছের পাতাগুলো ভীষণ ভালো লেগেছে দেখে। খুবই সুন্দর একটি আর্ট করেছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু,উৎসাহ দেওয়ার জন্য।