(এসো নিজে করি) :- // ক্লে দিয়ে তৈরি অক্টোপাসের অরিগ্যামি //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20240511192412-01-01.jpeg

আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে তৈরি সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করবো।ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের অরিগ্যামি দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে রঙিন ক্লে ব্যবহার করে যদি কোনো কিছু তৈরি করা হয় তাহলে দেখতে আরো বেশি চমৎকার লাগে। আজকে আমি ক্লে দিয়ে সুন্দর একটি অক্টোপাসের অরিগ্যামি তৈরি করেছি।আমি খুব সহজ পদ্ধতিতে এই অক্টোপাসের অরিগ্যামিটি তৈরি করেছি। আপনারা পোস্টের মধ্যেই তা দেখতে পাবেন। প্রথমে ক্লে দিয়ে তৈরি করে এরপর সাইন পেন দিয়ে সুন্দরভাবে অক্টোপাসের মুখের অংশ অংকন করেছি। তাই দেখতে আরো বেশি সুন্দর লাগছিল।

ক্লে দিয়ে এভাবে অরিগ্যামি তৈরি করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে ধৈর্য নিয়ে কাজটি শেষ করার পর দেখতে অনেক চমৎকার লাগে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই ক্লে দিয়ে অক্টোপাসের অরিগ্যামি তৈরি করলাম।

ক্লে দিয়ে অক্টোপাসের অরিগ্যামি তৈরি

IMG20240511192527-01.jpeg

IMG20240511192613-01.jpeg

IMG20240511192635-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.রঙিন ক্লে
২.ক্লে টুলস
৩.সাইন পেন

IMG20240511190307.jpg

ধাপ-১:

আমি অফ হোয়াইট কালারের সামান্য পরিমাণে কিছু ক্লে নিয়েছি।এটাকে দুইটি অংশে বিভক্ত করে নিব।

IMG20240511190449.jpg

ধাপ-২:

এরপর এক অংশ ক্লে নিয়ে টুলসের সাহায্যে সমান আটটি ভাগে ভাগ করবো।এভাবে ভাগ করে নিলে অক্টোপাস তৈরি করতে অনেক সুবিধা হবে।

IMG20240511190532.jpgIMG20240511190711.jpg
ধাপ-৩:

এরপর আট টুকরো ক্লে সুন্দরভাবে হাতের সাহায্যে রাউন্ড শেপ করে নিব। এরপর চিত্রের মতো করে আট টুকরো রাউন্ড শেপের ক্লে একসাথে যুক্ত করে নিব। তৈরি হয়ে গেল অক্টোপাসের নিচের অংশটুকু।

IMG20240511190843.jpgIMG20240511191035.jpg
IMG20240511191058.jpgIMG20240511191122.jpg
ধাপ-৪:

এরপর বাকি এক অংশ ক্লে দিয়ে অক্টোপাসের মাথার অংশ তৈরি করবো।তাই বাকি এক টুকরো ক্লে দিয়ে সুন্দর রাউন্ড শেপ তৈরি করে নিব।এরপর এই রাউন্ড শেপের ক্লে আগেই তৈরি করে রাখা অক্টোপাসের নিচের অংশের সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে নিব।

IMG20240511191129.jpgIMG20240511191150.jpg
IMG20240511191242.jpgIMG20240511191249.jpg
ধাপ-৫:

এখন কালো রঙের ক্লে দিয়ে অক্টোপাসের চোখ তৈরি করবো।

IMG20240511191350.jpgIMG20240511191447.jpg
IMG20240511191604.jpgIMG20240511191745.jpg
ধাপ-৬:

এরপর কালো রংয়ের সাইন পেন দিয়ে অক্টোপাসের মুখের অংশ এঁকে নিব। এবং চোখের নিচে গোলাপি রঙের সাইন পেন দিয়ে চিত্রের মতে করে বিন্দু এঁকে নিব।

IMG20240511191833.jpgIMG20240511191932.jpg
ধাপ-৭:

অক্টোপাসটি দেখতে আরো সুন্দর দেখানোর জন্য এর মাথার ওপর একটি ক্লিপ তৈরি করে লাগিয়ে নিব। এখানে আমি গোলাপি ও সাদা রঙের ক্লে দিয়ে ক্লিপ তৈরি করেছি।

IMG20240511192227.jpgIMG20240511192254-01.jpeg
ফাইনাল আউটপুট:
IMG20240511192631-01.jpegIMG20240511192729-01.jpeg
IMG20240511192400-01.jpegIMG20240511192542-01.jpeg

IMG20240511192406-01.jpeg

সম্পূর্ণ অক্টোপাসটি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে আমার আজকে শেয়ার করা পোস্টটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে তৈরি অক্টোপাসের অরিগ্যামি খুব সুন্দর হয়েছে। যদিও বাস্তবে অক্টোপাস দেখলে ভয় লাগে। তবে আপনার তৈরি অক্টোপাস দেখতে কিউট লাগতেছে। এধরনের খেলনা গুলো ছোটরা পেলে ভীষণ খুশি হয়। অনেক ধন্যবাদ আপনাকে আপু চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে ক্লে দিয়ে অক্টোপাসের অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। হয়তো আমি এর আগে কখনো ক্লে দিয়ে পোস্ট তৈরি করতে দেখিনি কাউকে ইউনিক পোস্ট দেখে বেশ মুগ্ধ হলাম। আপনার তৈরি অক্টোপাসের মাথায় দেওয়া ক্লিপ এর কারণে দেখতে সব থেকে বেশি ভালো লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব কিউট একটি অক্টোপাসেরিকমি তৈরি করেছেন। প্রচন্ড কিউট। ক্লে দিয়ে এত সুন্দর আর্ট করা যে আপনাদের কাজ না দেখতে জানতাম না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অ্যারিগেমি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার তৈরি অক্টোপাস টি দেখে মনে হচ্ছে এটি একটি বাস্তবের অক্টোপাস। আপনি খুবই সুন্দর করে ক্লে দিয়ে তৈরি অক্টোপাসের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি অক্টোপাস টি বাস্তবের না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে।অক্টোপাসের মধ্যে ভিন্ন কয়েকটি কালার ব্যবহার করার জন্য অনেক বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

ক্লে দিয়ে নানান রকমের জিনিস তৈরি করলে অসম্ভব সুন্দর হয়, যেটা দেখতে আরো খুব দারুণ লাগে। ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে আমি নিজেই অনেক বেশি পছন্দ করি। আর যদি এরকম সুন্দর এবং কিউট দেখতে অরিগ্যামি গুলো তৈরি করা হয় তাহলে তো আরো সুন্দর লাগবে। আপনার তৈরি করা অক্টোপাসের অরিগ্যামি কিন্তু দারুন হয়েছে। আমার কাছে তো অনেক বেশি কিউট লেগেছে এই অক্টোপাস টিকে দেখতে। কারণ অনেক সুন্দর করে চোখ মুখও দিয়েছেন আপনি। আর সুন্দর একটা ফুলও বসিয়েছেন মাথায়।

 2 years ago 

ক্লে ব্যবহার করে কোন কিছু তৈরি করলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর করে একটা কিউট দেখতে অক্টোপাস তৈরি করেছেন। আপনার তৈরি করা অক্টোপাস টাকে দেখতে খুব সুন্দর এবং কিউট লাগতেছে। ক্লে দিয়ে এটা তৈরি করার আইডিয়া কিন্তু বেশ দারুন ছিল। এই ধরনের কাজগুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে করা লাগে। তবেই এগুলো দেখতে অনেক সুন্দর। আশা করছি এই ধরনের কাজগুলো আপনি সবসময় আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

প্রথমে সাইন পেন দিয়ে অক্টোপাসের মুখের দৃশ্যটা অঙ্কন করে তারপরে ক্লে ব্যবহার করে আপনি অক্টোপাস তৈরি করেছেন দেখে সত্যিই রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। কমিউনিটিতে এরকম নতুন নতুন ডাইপ্রজেক্ট দেখতে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। বোঝাই যাচ্ছে এ ধরনের ডাইপ্রজেক্ট তৈরি করার ব্যাপারে আপনি অনেক বেশি দক্ষ। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

এর আগে অক্টোপাসের এইরকম অরিগ‍্যামি কখনো দেখিনি। ক্লে দিয়ে অক্টোপাসের অরিগ‍্যামি টা বেশ চমৎকার তৈরি করেছেন আপু। খুবই সুন্দর লাগছে। আপনার কাজটা বেশ ক্রিয়েটিভ ছিল বলতেই হয়। অনেক সুন্দর করেছেন অরিগ‍্যামি টা। প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে অরিগ‍্যামি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে যেমন ভালো লাগে সেগুলো দেখতেও ভালো লাগে। আপনার অক্টোপাস টাকে তো খুবই কিউট লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে আপনি অক্টোপাস তৈরি করেছেন ক্লে দিয়ে। তৈরি করার সবগুলো ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।