DIY-(এসো নিজে করি) রঙ্গিন কাগজ দিয়ে শাপলা ফুল💮💮// ১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🧕🧕
আসসালামু আলাইকুম🙋♀️🙋♀️
প্রীতি ও শুভেচ্ছা🦋🦋
আশা করি সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে প্রজেক্টটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে রঙিন কাগজ দিয়ে তৈরি শাপলা ফুল।
রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ফুল ঘরে সাজিয়ে রাখতে সবারই পছন্দ। আমার কাছেও ভাল লাগে নিজের হাতে তৈরি করা যেকোনো ধরনের ফুল ঘরে সাজিয়ে রাখতে। আজকে আমি যে শাপলা ফুলটি তৈরি করছি তার প্রস্তুত প্রণালি ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
- রঙিন কাগজ
- কাঁচি
- পেন্সিল
- আঠা
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি সবুজ কাগজ নিয়ে সমানভাবে দুই দিকে দুই ভাজ দিলাম।
দ্বিতীয় ধাপঃ
- তারপর আমি পেন্সিল দিয়ে এর দুই পাশে দুই রকমভাবে দাগ টেনে নিলাম।তারপর দাগের উপর কাচি ✂ দিয়ে কাটলাম।
তৃতীয় ধাপঃ
- তারপর এর এক পাশের অর্ধেক কে আমি সমানভাবে তিনবার ভাজ করে নিলাম। একইভাবে দুই পাশ ভাজ করে নিলাম।
চতুর্থ ধাপঃ
- তারপরে কাগজটিকে মেলে সমান করে একদিকে একবার করে ভাঁজ করে নিলাম। যাতে ভাজগুলো সমান হয়।
পঞ্চম ধাপঃ
- তারপর আমি ভাজ করা কাগজটি দুইদিকে দুপাশ এনে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
এভাবে পানিতে ভেসে থাকা একটি পাতা তৈরি করে নিলাম।
ষষ্ঠ ধাপঃ
- এবার একটি হলুদ কাগজ চিকনভাবে লম্বা করে কেটে দুই ভাজ করে নিলাম।
সপ্তম ধাপঃ
- তারপর কাগজটি চিকন চিকন করে কেটে রোল করে আঠা লাগিয়ে নিলাম।
অষ্টম ধাপঃ
- এপর্যায়ে আমি একটি সাদা কাগজ নিয়ে বর্গাকৃতির করে কাটলাম। তারপর তিন ভাজ করলাম।তারপর পেন্সিল দিয়ে পাতা আকৃতি করে কেটে নিলাম।
নবম ধাপঃ
- এভাবে কেটে নেওয়া একটি পাতার উপর আরেকটি পাতা আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। তারপর একটি পাপড়ি কেটে দুটি পাপড়ি কেটে এভাবে তিনটা ফুল কেটে নিলাম।
দশম ধাপঃ
- এভাবে সবগুলো পাপড়ি লাগিয়ে একটি সম্পূর্ণ ফুল তৈরি করে নিলাম।
একাদশ ধাপঃ
- তারপর শাপলা ফুলের মাঝখানে আঠা লাগিয়ে হলুদ কলিটি লাগিয়ে নিলাম।
চূড়ান্ত ধাপঃ
- সবশেষে আমি সবুজ পাতার মাঝখানে আঠা লাগিয়ে শাপলা ফুল টি লাগিয়ে নিলাম।

































আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি সবসময় সাপোর্ট করবেন
ধন্যবাদ ভাইয়া আপনার মতামত ব্যক্ত করার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে আপনি দারুন সুন্দর একটি শাপলা ফুল তৈরি করেছেন। এটা একদমই ইউনিক লাগছে আমার কাছে। আর আপনি এই শাপলা ফুল তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি মনোযোগ দিয়ে আমার পোস্ট টি দেখার জন্য।
আপনার তৈরি করা ফুলটি দেখে কমেন্ট না করে যেতে ইচ্ছে করলো না। একটা মন্তব্য আপনার প্রাপ্য। এক কথায় যদি বলি খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি ফুলটি সঙ্গে পাতা। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া আপনার চমৎকার মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। আশা করি সবসময় সাপোর্ট করবেন।
আপনার ক্রিয়েটিভিটি অসাধারণ হয়েছে। খুবই সুন্দরভাবে ফুলটি তৈরি করেছেন। এবং এটি দেখতেও বেশ সুন্দর লাগছে।
অনেক ধন্যবাদ আপনার চমৎকার মতামতের জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য
আপু আপনি অনেক সুন্দর করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুবই সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি করেছেন। সত্যিই অসাধারণ হয়েছে ফুলটি। কালার টা অনেক সুন্দর হয়ে ফুটে উঠেছে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে দেখে মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য।
আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর করে শাপলা ফুল তৈরি করেছেন। দেখতে একেবারে বাস্তব এর মতন মনে হচ্ছে। আপনি খুব চমৎকারভাবে দক্ষতা সহকারে এই ফুলটি তৈরি করে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ আপনার চমৎকার মতামত ব্যক্ত করার জন্য
অসাধারণ তৈরি করেছেন তো। একদম সত্যি কারের শাপলা ফুলের মত মনে হচ্ছে। আপনি রঙিন কাগজ এবং সাদা কাগজ দুটো ব্যবহার করে খুব সুন্দর ভাবে শাপলা ফুল তৈরি করেছেন। মনে হচ্ছে যেন ফুলটি পানিতে ভাসছে। তৈরীর পদ্ধতি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে এত সুন্দর একটি প্রজেক্ট নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার চমৎকার মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজ দিয়ে তো অসাধারণ একটি শাপলা ফুল তৈরি করলেন। সাদা আর সবুজ রঙিন কাগজ দিয়ে তৈরি করার কারণে শাপলা ফুলটাকে একেবারে সত্যি কারের মনে হচ্ছে। আপনার তৈরি করা শাপলা ফুল টা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজ কেটে সুন্দর একটি শাপলা ফুল তৈরি করেছেন আপু। দেখতে বাস্তব শাপলা ফুলের মতোই হয়েছে। বেশ ভালো লেগেছে আমার কাছে আপনার তৈরি শাপলাফুল। ধাপ গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।