অরিগ্যামি —রঙিন পেপার দিয়ে হ্যান্ড ব্যাগ তৈরি।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের মাঝে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করব। আজকে মূলত আমি রঙিন পেপার দিয়ে মেয়েদের একটি হ্যান্ডব্যাগ তৈরি করেছে। ব্যাগটি তৈরি করার পর খুবই কিউট লাগছিল দেখতে । এই ধরনের অরিগামি গুলো তৈরি করার জন্য সঠিক ভাঁজ দেওয়াটাই মেইন বিষয়। ভাঁজ গুলো পারফেক্ট হলে এই ধরনের অরিগ্যামি গুলো দেখতেও খুব কিউট হয়।
তাহলে চলুন আমি এই হ্যান্ডব্যাগের অরিগ্যামি তৈরি করার জন্য কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে প্রস্তুত করলাম সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করি।
• রঙিন পেপার
• কেঁচি
• আঠা
• কলম
• সাইনপেন
প্রথমে দৈর্ঘ্য প্রস্থ সমান মাপের একটি পেপার নিয়ে কোনাকুনি দুইবার ভাঁজ দিতে হবে। এরপর দুই কোণা থেকে আবারও ভাঁজ দিতে হবে।
![]() | ![]() |
---|
ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আরো কয়েকটি ভাঁজ দিয়ে অনেকগুলো রেখা তৈরি করে নিতে হবে।
![]() | ![]() |
---|
সবগুলো ভাঁজ খোলার পরে অপর পাশে আরও একটি ভাঁজ দিবো। নিচে চিকন করে আরো একটি ভাঁজ দিয়ে দিতে হবে।
![]() | ![]() |
---|
এখন পেপারটি দুই সাইড থেকে ভাঁজ দিয়ে পুনরায় আবার খুলে নিতে হবে।
![]() | ![]() |
---|
এখন সম্পূর্ণ পেপারটি তে যতগুলো ভাঁজ দিয়েছিলাম তার সবগুলোই খুলে নিতে হবে।
এখন পেপারটিতে দুই কোনায় ভাঁজ দিতে হবে এবং পেপারটি উল্টে নিয়ে নিচের সাইডে আরো একটি ভাঁজ দিব। আসলে এখানে ভাঁজই মেইন। এগুলো মুখে বলে কিংবা লিখে প্রকাশ করা যায় না। আপনারা ছবিগুলো দেখে বুঝে নিবেন।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
এখন প্রত্যেকটি ভাঁজগুলো আঠা দিয়ে সুন্দর মত সেট করে নিলে একটি ব্যাগ তৈরি হয়ে যাবে।
![]() | ![]() |
---|
একটি সাদা পেপারের উপর কালার পেন দিয়ে একটি সুন্দর ডিজাইন তৈরি করেছি এটি কাটিং করে ব্যাগের উপর আঠা দিয়ে লাগিয়ে নিলে সুন্দর একটি হ্যান্ড ব্যাগ প্রস্তুত হয়ে যাবে।
![]() | ![]() |
---|
লাল এবং হলুদ পেপার দিয়ে চিকন একটি ব্যাগের হাতল তৈরি করে নিয়েছি এটা ব্যাগের সাথে আঠা দিয়ে আটকে দিতে হবে।
এই ছিলো আমার আজকের অরিগ্যামি পোস্ট। পোস্টটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আপনার বানানো হ্যান্ড ব্যাগটি আমার কাছে দারুন লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানিয়েছেন বলে আরো বেশি সুন্দর লাগছে,আর আলাদাভাবে একটু ডিজাইন করে দেওয়ার কারণে আরও বেশি আকর্ষণীয় লাগছে। যাইহোক ধন্যবাদ আপনাকে, রঙিন কাগজ দিয়ে এই সুন্দর দেখতে একটি হ্যান্ডব্যাগ তৈরি করার প্রসেসটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
সত্যিই তাই,, হ্যান্ডব্যাগের উপর আলাদা রকম একটি ডিজাইন করে দেওয়ার জন্য দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জাস্ট ওয়া । আপু আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে একটা হ্যান্ডব্যাগ তৈরি করেছেন দেখতে তো সেটা দারুন লাগছে। সত্যি কথা বলতে রঙিন কাগজ দিয়ে যেভাবে হ্যান্ডব্যাগ তৈরি করা যায় সেটা আপনার পোস্টের মাধ্যমে লক্ষণীয় সত্যি কথা বলতে আপনার তৈরি করা হ্যান্ড ব্যাগ টি খুবই সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু এভাবে একটি হ্যান্ডব্যাগ রুঙিন কাগজ দিয়ে তৈরি করে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
এভাবে গুছিয়ে মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আমরা ব্যাগ না কিনে নিজের ইচ্ছে মত বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে ব্যাগ তৈরি করে তো ব্যবহার করতে পারি আপু হি হি । আপনি আজকে রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর হ্যান্ড ব্যাগ তৈরি করেছেন আপু। লাল রঙের ব্যাগ তৈরি করেছেন যেটা দেখতে এক কথায় অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। আপনি ব্যাগ তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু,, এটাই করতে হবে এখন থেকে। ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে৷
আমার না আপু আপনার তৈরি করা ব্যাগটি বেশ পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে আপনার ক্রেয়েটিভিটি দিয়ে রঙিন কাগজের ব্যাগ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। একটু ভেবে দেখবেন তো আমাকে কি পাঠানো যায়?
হ্যাঁ আপু,, পাঠিয়ে দিবো আপনার জন্য ব্যাগটি।
আমিও সেটাই মনে করি এ ধরনের রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে ভাঁজ করাটাই অনেক বেশি মুখ্য ব্যাপার।। ভাঁজ যত বেশি সুন্দর হবে দেখতে সেই অরিগামিটা তত বেশি কিউট লাগবে। আপনার তৈরি কি তো এই রঙিন পেপার দিয়ে হ্যান্ডব্যাগ দেখতে আসলেই অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা হ্যান্ডব্যাগ তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ,,আমার তৈরি হ্যান্ড ব্যাগ সম্পর্কে সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য।
আপু আপনি ঠিকই বলেছেন, আপনার তৈরি রঙিন কাগজের হ্যান্ড ব্যাগটি দেখতে খুবই কিউট লাগছে। বিশেষ করে লাল টকটকে রঙিন কাগজ ব্যবহার করার কারণে, হ্যান্ড ব্যাগটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপু, রঙিন কাগজ দিয়ে হ্যান্ড ব্যাগ তৈরির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।
উৎসাহমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।।।
সত্যি বলতে আমি তো আপনার তৈরি করা এই ব্যাগ দেখে ভেবেছিলাম, এটা হয়তো সত্যিকারের একটা ব্যাগ হবে। যেভাবে তৈরি করেছেন বুঝাই যাচ্ছিল না এটা রঙিন কাগজ দিয়ে তৈরি। অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার তৈরি করা হ্যান্ড ব্যাগটা। উপরের অংশ একটা টিব বোতাম লাগিয়ে দিলে তো এটা ব্যবহার করা যাবে বলে মনে হচ্ছে। আপনি বিভিন্ন রকম ভাবে কাগজটা ভাঁজ করে এই হ্যান্ডব্যাগ তৈরি করেছেন। এভাবে এগুলো তৈরি করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। হ্যান্ড ব্যাগ তৈরি করা সহজেই শিখে নিলাম।
ঠিক বলেছেন আপু,, এই ব্যাগটি তৈরি করতে বিভিন্ন রকম ভাঁজ দেওয়ার প্রয়োজন হয়েছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে অরিগামী গুলি বানাতে গেলে সবথেকে বড় যে বিষয়টির দিকে নজর দিতে হয় সেটি হচ্ছে সঠিক মাপ এবং ভাজ গুলো সঠিকভাবে দেওয়া। তবে আপনার হ্যান্ড ব্যাগ তৈরির প্রসেস গুলি দেখে মনে হচ্ছে আপনি এই দুটি বিষয়ের প্রতি বিশেষ সজাগ ছিলেন। যার দরুন আপনার হ্যান্ড ব্যাগটি দেখতে একদম বাস্তবিক মনে হচ্ছে। দেখেতো আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। অসম্ভব সুন্দর হয়েছে আপনার অরিগামিটি। শুভকামনা রইল আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে হলে মাপ এবং ভাঁজ পারফেক্ট হলে আউটলুকটা দেখতে অসাধারণ হয়।
রঙিন কাগজ ভাঁজ করে বিভিন্ন জিনিস তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অরিগ্যামি মানেই হচ্ছে কাগজের ভাঁজের খেলা। কাগজ বিভিন্নভাবে ভাঁজ করা লাগে যেকোনো কিছু তৈরি করার জন্য। আর এটা করা কিন্তু সহজ না। আবার তৈরি করার পর উপস্থাপনাটা তুলে ধরতে বেশি সমস্যা হয়। আপনি অনেক কষ্ট করে ব্যাগটা তৈরি করেছেন আবার সুন্দর করে তুলে ধরেছেন বিষয়টা খুব ভালো লাগলো। যে কেউ চাইলে আপনার উপস্থাপনা দেখে খুব সহজেই এই ব্যাগটা তৈরি করে ফেলতে পারবে।
ঠিক বলেছেন ভাইয়া,, অরিগ্যামি মানেই হচ্ছে কাগজের ভাঁজের খেলা।।ভাঁজ পারফেক্ট হলে অরগ্যামি গুলো দেখতেও অনেক সুন্দর হয়।