ক্লে দিয়ে আইসক্রিম তৈরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
ক্লে দিয়ে আইসক্রিম তৈরি

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে সময়ের অভাবে তেমন ক্লে নিয়ে বসতে পারি না।সত্যি বলতে ক্লের তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।আসলে বেশ কিছু দিন ধরে বাচ্চাদের পরীক্ষা ছিল তারজন্য তেমন বসা হয়নি।তবে আমার মেয়ের পরীক্ষা শেষ হলে সে বসেছে ক্লে নিয়ে । আর আমার মেয়ে আজ ক্লে দিয়ে আইসক্রিম তৈরি করেছে।আর আমার মতো ফটোগ্রাফি করে নিয়েছি।আসলে বাচ্চারা দেখে দেখে অনেক কিছু শিখে।সত্যি আইসক্রিম দেখে মনে হচ্ছে একেবারে বাস্তব আইসক্রিম। সত্যি দেখে যেকেউর খেতে মন চাবে।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রয়োজনীয় উপকরণ
প্রস্তুত প্রণালী

প্রথমে আমি ইট কালারের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে চিত্রের মতো করে নিয়েছি।

এখন সাদা রঙের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে নিয়েছি।

এখন ইট কালারের ক্লে সাথে সাদা রঙের ক্লে মিশিয়ে নিয়েছি। তারপর আইসক্রিম এর শেপ বানিয়ে নিয়েছি।

এখন আর একটু সাদা ক্লে নিয়েছি। তারপর আইসক্রিম চিত্রের বানিয়ে নিয়েছি।

এখন আইসক্রিম এর সাথে লাগিয়ে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে আইসক্রিম তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।






https://x.com/i/status/1999836778967302554
https://x.com/i/status/1999837434679644666
https://x.com/i/status/1999837791052804571