ডাই প্রজেক্ট||টিয়া পাখি ||
আজ-১৯ই,জ্যৈষ্ঠ||১৪৩০ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ আছি।প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের পোস্টের বিষয় রঙিন কাগজের তৈরি সবুজ টিয়া পাখি।আজকে আমি টিয়া পাখির অরিগামি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।রঙিন কাগজের তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে।আর পোস্টে ভিন্নতা আনতে এবং নিজের সৃজনশীলতাকে প্রকাশ করার জন্য এসকল ডাই প্রজেক্টের জুড়ি নেই।আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্টটি।আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে সবুজ টিয়া পাখি তৈরি করেছি নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।
টিয়া পাখি
উপকরণসমূহ-
- রঙিন কাগজ
- কেচি
- মার্কার কলম
- পোস্টার রং
ধাপ-১
প্রথমে রঙিন কাগজটি চতুর্ভুজ আকারের করে কেটে নিয়েছি।এজন্য ভাজ করে নিয়েছি নিচের ছবির মতো করে।তারপর কাগজ কেটে নিয়েছি কেচির সাহায্যে।
ধাপ-২
এবার কাগজের মাঝ বরাবর ভাজ করে নিব কোনাকুনি।তারপর ছবির মতো করে ভাজ করে নিব সামনে এবং পিছনের অংশে।
ধাপ-৩
তারপর উপরের অংশ ভাজ করে নিব ছবির মতো করে দুই পাশেই।উপরের বাড়তি অংশ ভাজ করে নিব ছবির মতো করে এবং কেচি দিয়ে কেটে নিব।
ধাপ-৪
এবার ছবির মতো করে ভাজগুলো দিয়ে নিব স্টেপ বাই স্টেপ।
ধাপ-৫
একইভাবে ছবির মতো করে শেষের অংশ ভাজ করে নিব।আমার পাখি তৈরির ভাজের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে।
ধাপ-৬
এবার চোখ এঁকে নিয়েছি মার্কার কলমের সাহায্যে।তারপর পা,ঠোঁটের অংশ পোস্টার রং এর সাহায্যে এঁকে নিব।
ধাপ-৭
টিয়া পাখি ডালিম গাছে বসে আছে।
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক | @rahnumanurdisha |
লোকেশন | সুলতানপুর,রাজবাড়ি |
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
VOTE @bangla.witness as witness

OR
VOTE @bangla.witness as witness

বেশ সুন্দর করে অরিগামিটি তৈরি করেছে। আবার গাছের উপর বসিয়ে ছবি তোলায় আরো বেশি সুন্দর লাগছে। টিয়া পাখির পাশে লাল ডালিমের ফুল গুলো দেখতে আরো সুন্দর লাগছে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে ও দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে এগুলো তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। আপনার টিয়া পাখিটি চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা টিয়া পাখি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।
রঙিন কাগজের টিয়া পাখিটি খুব সুন্দর হয়েছে আপু।আপনি গাছে বসালেন আরো বেশী ভালো লাগলো। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা ও খুব ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে সবসময় উৎসাহিত করার জন্য।
আপনি ঠিকই বলেছেন কাজের ভিন্নতা আনার জন্য অরিগ্যামি পোস্ট করা যায়। যা দেখতে বেশ সুন্দর লাগে। আপনি রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি টিয়া পাখি বানিয়েছেন । গাছের মধ্যে বসিয়ে ছবি তুলেছেন দেখে বেশ সুন্দর লাগছে। যেহেতু সবুজ রং এর কাগজ ব্যবহার করেছেন । সেক্ষেত্রে টিয়া পাখির ঠোট লাল রং করলে আরও বেশি ভাল লাগতো। ধন্যবাদ আপু ধাপগুলো সুন্দর করে উপস্থাপনের জন্য।
ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি টিয়া পাখির অরিগামি তৈরি করেছেন। পাখিটি কে দেখতে খুব সুন্দর লাগছে। আবার গাছের ডালে বসিয়ে ছবি তোলার জন্য আরো বেশি সুন্দর লাগছে। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
ডাই তৈরি করতে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। টিয়া পাখির ডাই আপনি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। ভাঁজে ভাঁজে এরকম ডাই গুলো তৈরি করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। এরকম কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। গাছের উপরে রেখে ফটোগ্রাফি করেছেন দেখে আরো বেশি সুন্দর লাগছে এই টিয়া পাখিটি দেখতে। জাস্ট অসাধারণ ছিল আপনার তৈরি ডাই প্রজেক্ট। আর আপনার দক্ষতার প্রশংসা তো অবশ্যই করতে হয়।
আপনার ভালো লেগেছে আমার ডাইটি জেনে খুশি হলাম আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মধদিমে উৎসাহিত করার জন্য।
গাছের উপরে টিয়া পাখিটা রাখার কারণে দেখতে খুবই চমৎকার। আপনার এই আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে আপু। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল ।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য সবসময়।
টিয়া পাখি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপু আপনি অনেক সুন্দর ভাবে টিয়া পাখি তৈরি করেছেন। কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। নতুন কিছু তৈরি করে সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
জি আমারও ভালো লাগে ডাই তৈরি করতে আপু।ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।
আপনি ইদানিং খুব সুন্দর সুন্দর ডাই পোস্ট শেয়ার করেন দেখতে অনেক সুন্দর হয়। রঙিন কাগজ দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করা যায় বেশ ভালই উপভোগ করি আমার বাংলার ব্লগের সকলে ইউজারের কাছ থেকে। আপনি আজকে সুন্দর একটি ডাই প্রজেক্টে টিয়া পাখি তৈরি করলেন রঙিন কাগজের দেখতে খুব সুন্দর হয়েছে পাখিটি।
ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।
আমি তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না টিয়া পাখি গাছের ভিতরে কোথায় হারিয়ে গেল। হা হা হা... যাইহোক আপনার এই পোস্টটা তে বেশ নতুনত্ব রয়েছে। তবে আপু টিয়া পাখির ঠোঁট তো লাল হয় আপনি সবুজ দিয়েছেন কেন...?🤭
হাহা মন্তব্যটা ভালো ছিল।তবে পাখির ঠোঁট লাল হয়,এটা খেয়াল ছিলনা আমার।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।