ক্লে দিয়ে তৈরি অসাধারণ সুন্দর একটি কিউট মেয়ের শোপিস
আসসালামুয়ালাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানীতে সবাই খুব ভালো আছেন।
চলে এসেছি আপনাদের মাঝে খুবই খুবই সুন্দর diy পোস্ট নিয়ে।আমার আজকের diy পোস্ট ক্লে দিয়ে তৈরি সুন্দর একটি মেয়ে।
ক্লের সাথে আমরা সচরাচর অনেকেই পরিচিত না।আমিও তেমনি ক্লে সাথে পরিচত নয়।তবে আমি প্রায় সময় ইউটিউবে বিভিন্ন রকমের শোপিস তৈরি করত ক্লে দিয়ে দেখতাম।আর দেখে সেগুলো খুবই ভালো লাগতো তবে কখনো কিনব চিন্তা করিনি।ক্লে দিয়ে এত সুন্দর করে জিনিস তৈরি করতে পারব সেটাও চিন্তা করিনি। আজকে অবশ্য আমি সীতাকুণ্ড গিয়েছিলাম কিছু ঘরের বাজার করার জন্য।সীতাকুন্ড বড় একটি মার্কেট নতুন উদ্বোধন হয়েছে। সেই শপিংমলে দেশি বিদেশি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় সেখান থেকে আমি ক্লে কিনেছি।
তাই চিন্তা করলাম আপনাদের মাঝে অসাধারণ সুন্দর ক্লে দিয়ে একটি মেয়ের diy পোস্ট শেয়ার করি।
তাহলে চলুন,কিভাবে আমি ক্লে দিয়ে সুন্দর একটি মেয়ে তৈরি করেছি তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।
| ক্লে দিয়ে কিউট মেয়ে তৈরির উপকরণ | সমূহ |
|---|---|
| লাল ক্লে | |
| বেগুনি ক্লে | |
| হলুদ ক্লে | |
| খয়রি ক্লে | |
| হালকা গোলাপী ক্লে | |
| সাইন পেন |
প্রথম ধাপে আমি ক্লে দিয়ে মেয়েটির মাথা এবং মুখের আকৃতি তৈরি করে নিব। মাথার এবং মুখের আকৃতি তৈরি করা হয়ে গেলে, এবার আমি খয়রি ক্লে দিয়ে মাথার চুল তৈরি করে নিব এই ভাবে।
খয়েরী ক্লে দিয়ে চুল তৈরি করা হয়ে গেলে, এবার আমি মেয়েটির মাথায় লাগিয়ে নিব। খেয়াল রাখতে হবে,
ক্লে একদমই নরম তাই যেকোনো কাচের বস্তুর উপরে রেখে কোন কিছু তৈরি করতে হবে।
মেয়েটির মাথা এবং চুল লাগানো হয়ে গেলে,এবার আমি শক্ত কাগজ দিয়ে মেয়েটির চুলের উপর দাগ দিয়ে নিব এভাবে।মেয়েটির মাথা এবং চুল তৈরি হয়ে গিয়েছে, এবার মেয়েটির শরীরের অংশ তৈরি করার জন্য বেগুনি রঙের ক্লে নিব।
বেগুনি রঙের ক্লে দিয়ে প্রথমে পায়ের অংশ তৈরি করে,এবার হাত তৈরি করে লাগিয়ে নিব। কিউট মেয়েটির শরীর তৈরি করা হয়ে গেলে, এবার আমি হলুদ ক্লে দিয়ে মেয়েটির স্কার্ট তৈরি করে নিব।
হলুদ ক্লে দিয়ে স্কার্ট লাগানো হয়ে গেলে,এবার আমি স্কার্ট ডিজাইন করে নিব শক্ত কাগজ দিয়ে। ডিজাইন করা হয়ে গেলে, এখন হলুদ ক্লে দিয়ে মেয়টির জুতা তৈরি করে লাগিয়ে নিব। এবার খয়েরী ক্লে দিয়ে মেয়েটির চুলে খোপা লাগিয়ে নিয়ে হলুদ ফিতা নিব ক্লে দিয়ে। কিউট মেয়েটির কাপড় হয়ে গেলে আমি মেয়টির চেহারা এঁকে নিব এভাবে। এখন দেখতে একদম কিউট মেয়ের মত লাগছে তাইনা?
ক্লে দিয়ে কিউট মেয়ে তৈরি করা হয়ে গেলে,এবার আমি লাল ক্লে দিয়ে লাভ আইকন তৈরি করে মেয়েটির হাতে দিব। তৈরি হয়ে গিয়েছে খুবই সুন্দর কিউট একটি মেয়ে
বন্ধুরা, ক্লে দিয়ে এই কিউট কিউট জিনিসগুলো তৈরি করে ১০ মিনিটের মত শুকাতে দিতে হবে।তা না হলে,একদমই নষ্ট হয়ে যাবে আর ক্লে দিয়ে শোপিস তৈরি করলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।
আশা করি আমার তৈরি করা ক্লে দিয়ে এই ডাই পোস্টটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন।
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।










Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার ছেলে সারাদিন মোবাইলে ক্লে দিয়ে বানানো জিনিসের ভিডিও দেখে। তার সাথে আমিও মাঝে মাঝে দেখি আর আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু কখনো কিনা হয়নি। আজ আপনার কাছে ক্লে দিয়ে বানানো কিউট পুতুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমিও মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসবো। এগুলো দিয়ে অনেক জিনিস বানানো যায় আর সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে।আপনি খুব সুন্দর একটি পুতুল বানিয়েছেন। আমার কাছে আপনার এই পুতুল অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।ধন্যবাদ ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
ক্লে জিনিসটা কি আসলে আমি জানতাম না। তবে আপনার পোস্টটের মাধ্যমে জানতে পারলাম। ক্লে দিয়ে আপনি চমৎকার একটি মেয়ের আর্ট করেছেন। ক্লে দিয়ে এতো সুন্দর একটি মেয়ের আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
একসময় এই ক্লে এর যন্ত্রণায় পাগল হয়ে যাওয়ার অবস্থা হতো। বাচ্চা সারা ঘর ভরে ক্লে দিয়ে খেলে অবস্থা খারাপ করে রাখত। কিন্তু আমার কাছেও ভালই লাগতো ক্লে দিয়ে কোন কিছু বানাতে। বাচ্চার সঙ্গে মাঝে মধ্যে খেলেছি। আপনি আজকে ক্লে দিয়ে ইউনিক একটি পুতুল তৈরি করেছেন। পুতুলটি দেখতে অনেক কিউট লেগেছে। এমন পুতুল পেলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে।
জি আপু, ক্লে দিয়ে কনো জিনিস তৈরি করলে অনেক সুন্দর দেখায় আর বাচ্চারা ছোট ছোট কিউট জিনিস গুলো পেলে অনেক খুশি হয়।
ক্লে দিয়ে আপনি খুবই সুন্দর একটা মেয়ের শোপিস তৈরি করেছেন যা দেখে আমি তো একেবারেই মুগ্ধ। আসলে ক্লের সাথে আমরা সবাই খুবই পরিচিত। আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো এটি সুতা দিয়ে তৈরি করেছেন। এটি খুবই নিখুঁত কাজ পুতুলটি দেখতে একেবারে কিউট লাগছে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে আপনার দক্ষতার প্রশংসা অবশ্যই করতে হয়।
ক্লে দিয়ে এভাবে কোন জিনিস তৈরি আমি আগে কখনো যদিও দেখিনি কিন্তু আপনার পোষ্টের মাধ্যমে ক্লে দিয়ে তৈরি খুবই সুন্দর একটা কিউট পুতুল দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনি খুবই নিখুঁতভাবে এই কাজটি সম্পূর্ণ করেছেন তা আমি দেখেই বুঝতে পারছি। আপনার কাছ থেকে শিখে নিলাম কিভাবে এই কাজটি করতে হয়। কালার কম্বিনেশন খুবই সুন্দর ছিল কিন্তু।
আপনার আজকের এই এত সুন্দর সুদক্ষ প্রতিভা কিন্তু খুবই প্রশংসনীয়। আমি তো অনেকটা মুগ্ধ হয়েছি আপনার এত সুন্দর দক্ষতা দেখে। অসাধারণভাবে সুন্দর একটি মেয়ের পুতুল আকৃতি তৈরি করে দেখেছেন দেখেও খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই খুশি হলাম এত সুন্দর একটা পুতুল তৈরি করা দেখে।
Thank you for supporting @pennsif.witness. It is much appreciated.