ডাই পোস্ট: কাগজ দিয়ে দুটি ভিন্ন কালারের ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আজকের ব্লগে আমি তোমাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি আজকের ব্লগে কাগজ কেটে দুটি ভিন্ন কালারের ফুল তৈরি করে দেখাবো । কাগজ কেটে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় যা আমরা অনেকেই পারি। এর আগেও কয়েকটি ব্লগে আমি তোমাদের সাথে কাগজ কেটে বিভিন্ন ধরনের ফুল বানিয়ে দেখিয়েছি। সেই ফুলগুলো শেয়ার করার পর তোমাদের কাছ থেকে অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি। তোমাদের সবার উৎসাহে আজ এই কাজটি করলাম।আমি ফুল তৈরি করার ধাপগুলো নিচে উপস্থাপন করলাম। আশা করি এই ডাই পোস্টটি তোমাদের ভালো লাগবে।

20230226_211550.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● রঙিন কাগজ ও সাদা কাগজ
● কাঁচি
● আঠা
● পেন্সিল
● টেপ

20230226_201303.jpg

প্রথম ধাপ

পেন্সিল এবং টেপের এর সাহায্যে কাগজের উপর গোল গোল করে অংকন করে নিলাম এবং তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20230226_202413.jpg20230226_203948.jpg

দ্বিতীয় ধাপ

গোল গোল করে কেটে রাখা কাগজ গুলোকে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।

20230226_204410.jpg20230226_204714.jpg

তৃতীয় ধাপ

দুটি ভিন্ন কালারের গোল করা কাগজ যে গুলো ভাঁজ করা ছিল টা আঠার সাহায্যে পাশাপাশি লাগিয়ে নিলাম।

20230226_204745.jpg20230226_204828.jpg

চতুর্থ ধাপ

ভাঁজ করা কাগজ গুলোকে আঠা দিয়ে লাগানোর পর চিত্রের মত একটা ফুলের আকার পাবো।

20230226_210220.jpg20230226_211006.jpg

পঞ্চম ধাপ

ফুল তৈরির সম্পূর্ন প্রক্রিয়া সম্পন্ন করার পর ফুলের ফাইনাল যে আউটপুট টি পেলাম টা তোমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছ।

20230226_211325.jpg20230226_211550.jpg

কাগজ দিয়ে দুটি ভিন্ন কালারের ফুল তৈরির পদ্ধতি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ভাই রঙিন কাগজের যেকোন জিনিস তৈরি করতে দেখলেই আমার ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। আর এধরনের কাজ বেশ সময়সাপেক্ষ ব্যাপার। অনেক ধন্যবাদ ভাই এই কাজটি আমাদের উপহার দেয়ার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ।

 3 years ago 

কাগজ দিয়ে দারুন একটি ফুলের ডিজাইন তৈরি করে দেখিয়েছেন। সত্যিই আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি এই ফুলটি দেখতে বেশ দারুন লাগছে। আমার কাছেও বেশ ভালই লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে কাগজ দিয়ে এই সুন্দর ফুল তৈরির পদ্ধতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর করে আমার শেয়ার করা কাগজের ফুলের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

কাগজ দিয়ে এই ধরনের ফুল গুলো বানাতে খুবই ধৈর্য ও সময়ের প্রয়োজন। আপনি এত চমৎকার দুটি ফুল তৈরি করে আপনার ধৈর্য ও সময়ের পরিচয় দিয়েছেন, বিষয়টি দেখে খুবই ভালো লাগলো। সত্যি ভাইয়া ফুল গুলো দেখতে খুবই চমৎকার লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু এই ধরনের ফুল বানাতে গেলে ধৈর্যের এবং সময়ের প্রয়োজন পড়ে এটা ঠিক কথা বলেছেন। ফুলগুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 3 years ago 

কাগজ দিয়ে দুটি ভিন্ন কালারের ফুল তৈরি খুবি সুন্দর হয়েছে। দেখে শিখতে পারলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কাছ থেকে আপনি এই ধরনের ফুল বানানো শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো ভাই।

 3 years ago (edited)

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। আসলে আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করে থাকি। এ ধরনের কাজ করতে সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। কাগজের ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর করে ফুল তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনিও মাঝে মাঝে এই ধরনের রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করে থাকেন জেনে ভালো লাগলো ভাই। যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমার শেয়ার করা কাগজের ফুলের প্রশংসা করার জন্য।

 3 years ago 

কাগজের তৈরি ফুল গুলো দেখতে অনেক ভালো লাগছে। আর এরকম রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে অনেক ভালো লাগে। আপনার ফুল গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

কাগজের তৈরি এরকম জিনিস আপনার ভালো লাগে জেনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা কাজের প্রশংসা করার জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে দুইটি কালারের ফুল তৈরি করেছেন আমার খুব ভাল লেগেছে।দেখতে কঠিন মনে হলেও আপনার বানানোর ধাপগুলো দেখে খুব সহজ ও সুন্দর লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা কাগজের দুটি ফুলই আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু।

 3 years ago 

মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। ভাইয়া আপনি সুন্দরভাবে রঙিন কাগজগুলো কাজে লাগিয়েছেন। কাগজ দিয়ে দুটি ভিন্ন কালারের ফুল তৈরি করে আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনারও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব চমৎকার দুটি ফুল বানিয়েছেন এবং সেটি ভিন্ন ডিজাইনে।ধাপে ধাপে সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করা তো অনেক বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।

 3 years ago 

আমার শেয়ার করা কাগজের ফুল দুটি আপনার কাছে খুব চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো ভাই।

 3 years ago 

সত্যি ভাই অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফিডব্যাক দেয়ার জন্য।।