ডাই পোস্টঃ রঙ্গিন কাগজ দিয়ে প্রদীপ তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত কাল ।২০ শে অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ দীপাবলি। প্রদীপের আলোয় আলোকিত হোক সকলের জীবন। আর এই দীপাবলিকে উদ্দেশ্য করেই আজ বানানলাম কাগজের প্রদীপ। আর সেই কাগজের প্রদীপ বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। রঙ্গিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। আর অনেক কিছুই বানানো সম্ভব এই কাগজ দিয়ে।প্রদীপটি বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। মনে হচ্ছে কাগজের প্রদীপটি জ্বলছে। প্রদীপটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর কাগজ ও গাম সহ আরও কিছু উপকরণ।প্রদীপটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।
প্রয়োজনীয় উপকরণ
১।বিভিন্ন রং এর কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।পেন্সিল
৫।বয়ামের ঢাকনা
দীপাবলি উপলক্ষ্যেকাগজ দিয়ে প্রদীপ তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে একটি গোল ঢাকনা কাগজের বসিয়ে বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ - ২
আঁকা বৃত্তটি কাঁচি দিয়ে কেটে নিয়ে ছবির মতো করে চার'ভাঁজ করে নিয়েছি।
ধাপ - ৩
ছবির মতো করে গাম লাগিয়ে নিয়েছি। এতে একটা ডিজাইন তৈরি হয়েছে।
ধাপ - ৪
একইভাবে বেশ কয়েকটি বানিয়ে নিয়েছি।
ধাপ - ৫
এবার একই রং এর কাগজগুলো একটির সাথে অন্যটি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার রং অনুযায়ী একটির সাথে অন্যটি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এতে একটা গোল শেপ তৈরি হয়েছে। দেখতে অনেকটা অর্ধ বলের মতো হয়েছে।
ধাপ-৭
এবার এক টুকরো বেগুনী রং এর কাগজ প্যাচিয়ে নিয়েছি। প্রদীপ এর শলতে বানানোর জন্য।
ধাপ-৮
লাল ও হলুদ রং এর কাগজ প্রদীপের আলোর মতো করে কেটে নিয়েছি। এবং হলুদ রং এর কাগজের উপর লাল রং এর কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৯
এবার বানানো প্রদীপের শলতে ও আলো পূর্বে বানানো প্রদীপের ভিতরে ঢুকিয়ে দিয়ে কাগজের প্রদীপ বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে রঙ্গিন কাগজ দিয়ে দীপাবলী উপল্ক্ষ্যে বানানো প্রদীপটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২০ শে অক্টোবর ২০২৫ ইং |
| মোবাইল | Redmi Note 5A |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।



























https://x.com/selina_akh/status/1980303163006898603
Link
https://x.com/selina_akh/status/1980303901783150671
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি প্রদীপ তৈরি করেছেন। প্রদীপ টি দেখতে খুব সুন্দর লাগছে। এই ধরনের কাজ করতে সময় লাগলো ও তৈরি করার পর দেখতে ভালোই লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার তৈরি করা ডাই টি দেখে আমি রীতিমতো অবাক হলাম। মানতেই হবে আপনার ক্রিয়েটিভিটি একদম উচ্চ লেভেলের। এরকম ক্রিয়েটিভ একটি জিনিসকে ধাপে ধাপে সুন্দর বর্ণনার সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ওয়াও আপনি তো খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে প্রদীপ তৈরি করেছেন। আপনার তৈরি কিন্তু প্রদীপ অসাধারণ হয়েছে। এবং কাগজ দিয়ে বানানো এই প্রদীপ যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতেও কিন্তু ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে কাগজের প্রদীপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই diy তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের রঙিন কাগজ দিয়ে এই সুন্দর diy তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।
খুবই সুন্দর একটি প্রদীপ তৈরি করেছেন আপনি৷ যেভাবে আপনি আজকের চমৎকার প্রদীপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর দেখা যাচ্ছে৷ তার পাশাপাশি এখানে রঙিন কাগজেল দিয়ে যেভাবে আপনি এটি তৈরি করেছেন তা একবারে অসাধারণ হয়েছে৷ এটি আগে কখনো দেখা হয়নি৷
রঙ্গিন কাগজ দিয়ে প্রদীপ তৈরি করার পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে আপু।