ডাইঃক্লে দিয়ে টিউলিপ ফুলের টব তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ।, হেমন্ত-কাল । ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ক্লে দিয়ে টিউলিপ ফুলের টব বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছি। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো টিউলিপফুলগুলো। দেখতে একদম বাস্তবের টিউলিপ ফুলের মতো ।ঘর সাজাতে এ ধরনের ডাইগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখতে বেশ সুন্দর লাগবে ।টিউলিপ ফুল বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি গোলাপী ও সবুজ রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ । টিউলিপ ফুলের টবটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।
প্রয়োজনীয় উপকরণ
১।গোলাপী ও সবুজ রং এর ক্লে
২।টুথপিক
৩। ব্লাশন
৪।তুলি
৫।ওষুধ এর প্লাষ্টিক কাপ
৬।ক্লে টুলস
ক্লে দিয়ে টিউলিপ ফুল এর টব তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে কালো রং এর ক্লে দিয়ে বল বানিয়ে কলির শেপ দিয়ে নিয়েছি। বানানো বলটি ক্লে টুলস দিয়ে কয়েকটি দাগ দিয়ে নিয়েছি। ফলে টিউলিপ ফুলের পাপড়ির মতো হয়েছে দেখতে। আর এভাবেই টিউলিপ ফুল বানিয়ে নিলাম।
ধাপ - ২
এবার টিউলিপ ফুলটি একটি টুথ পিক এ গেঁথে নিয়েছি। এবং ব্লাশন এর লাল রংটি দিয়ে উপরের দিকে কিছুটা অংশ রং করে নিয়েছি। একইভাবে বেশ কয়েকটি বানিয়ে নিয়েছি টিউলিপ ফুল।
ধাপ - ৩
এবার বানানো প্রতিটি টিউলিপ ফুলের টুথপিকগুলো সবুজ ক্লে দিয়ে প্যাচিয়ে নিয়েছি।
ধাপ - ৪
এবার সবুজ রং এর ক্লে কিছুটা লম্বা করে হাতের সাহায্যে পাতা বানিয়ে নিয়েছি লিলি ফুলের। পাতাগুলো যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য ক্লে টুলস দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ - ৫
এবার ওষুধের কাপটির ভেতরের ক্লে দিয়ে ভরাট করে নিয়েছি। এবং টুথপিক দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ-৬
সব শেষে বানানো টিউলিপ ফুলগুলো ও পাতা ওষুধের কাপটিতে সেট করে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম একটি সুন্দর টিউলিপ ফুলের টব।
উপস্থাপন
আশাকরি, আমার আজকে ক্লে দিয়ে বানানো টিউলিপ ফুলের টবটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ বিকেল।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৩শে ডিসেম্বর, ২০২৫ ইং |
| মোবাইল | Redmi Note 5A |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।





















https://x.com/selina_akh/status/2003486259084476640?s=20
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟